ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, সপ্তাহান্তে বিপত্তি

ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, সপ্তাহান্তে বিপত্তি

কলকাতা: একদিকে করোনা মহামারী অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব৷ এখনও জোড়া ক্ষত বুকে আগলে রেখেছে বাংলা৷ কিন্তু কিছুতেই দুর্যোগ থেকে রক্ষা মিলছে না৷ ফের বাংলার আকাশে ঘনাতে শুরু করেছে দুর্যোগের কালো মেঘ৷ সপ্তাহান্তে প্রভাব পড়তে চলেছে বঙ্গে৷

আপাতত দু’তিনদিন ধরে রাজ্যজুড়ে চলবে বৃষ্টি৷ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে৷ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ৷ আর নিম্নচাপের জেরে আগামী দু-তিন দিন বৃদ্ধির পূর্বাভাস মিলিছে৷

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১৯ জুন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে৷ নিম্নচাপের জেরে রাজ্যে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস মিলেছে৷ আপাতত দু’তিন দিন ধরে বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে৷ গোটা বঙ্গ জুড়ে চলবে বৃষ্টি৷ নিম্নচাপ ঘনীভূত হলে আরও সক্রিয় হয়ে উঠবে মৌসুমী বায়ু৷ তার জেরে বঙ্গে বৃষ্টির পরিমাণ দফায় দফায় বাড়তে পারে বলে আভাস মিলেছে৷

রাজ্যে ইতিমধ্যেই বেশিরভাগ জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে৷ বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা,  পূর্ব, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে৷ আগামী ১৯ জুন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ আর সেই কারণে সপ্তাহান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে৷

তবে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টিপাত নতুন করে শুরু হলেও পরিস্থিতি আরও বেগতিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কেননা, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নদী বাঁধ ভেঙে গিয়েছে৷ সাগরের জল ঢুকে গিয়েছে সমভূমিতে৷ আর তার জেরে উদ্বাস্তু হয়ে রাস্তার ধারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন সুন্দরবন লাগোয়া বহু মানুষ৷ তারপর একদিকে সাগরের জলে ভেসে গিয়েছে বাড়িঘর, অন্যদিকে বৃষ্টির পূর্বভাস খানিকটা তাঁদের বিপত্তি বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 5 =