লাদাখে শহিদ বাঙালি জওয়ান, ছবি আগলে শহিদ মায়ের হাহাকার

লাদাখে শহিদ বাঙালি জওয়ান, ছবি আগলে শহিদ মায়ের হাহাকার

a36176e4a103044c1bec910d3865a5ce

বোলপুর: লাদাখ সীমান্তে ভারত-চিন সিমান্ত সংঘর্ষে শহিদ বীরভূমের প্রান্তিক পরিবারের সন্তান রাজেশ ওড়াং৷ মাত্র ২৫ বছর বয়সে বাঙালি এই তরুণ দেশের নিরাপত্তায় শহিদ হয়েছেন৷ গতরাতে সেনা সূত্রে শহিদ পরিবারে দুঃসংবাদ পাঠিয়ে দেওয়া হয়৷ সেনার পাঠানো দুঃসংবাদে স্তম্ভিত বীরভূমের মহম্মদবাজারে বেলগারিয়া গ্রাম৷ কান্নায় ভেঙে পড়েছেন শহিদ রাজেশ ওড়াংয়ের পরিবার৷

শহিদ রাজেশ ওড়াং ভারতীয় সেনার ১৬ বিহার রেজিমেন্টে কর্মরত ছিলেন৷ শহিদের বাবা জানিয়েছেন, মাত্র ১৫ দিন আগে বাড়িতে ফোন করেছিলেন৷ নিয়েছেন গ্রামের খবর৷ বলেছিলেন, এবারের পুজোয় মাস খানিকের ছুটিতে বাড়িতে আসবেন৷ কিন্তু, আর আসা হল না৷ পূর্ব লাদাখা দেশ রক্ষায় নিজের উৎসর্গ করলেন নিজের জীবন৷ শহিদ রাজেশের বাবা চোখের জল মুছতে মুছতে জানিয়েছেন, এই ঘটনার বদলা নিতেই৷ ভারত চিনকে যোগ্য জবাব দিলে মিটবে প্রাণের ক্ষোভ৷ ছেলেকে হারিয়ে প্রতিক্রিয়া দিয়েছে পরিবার৷ রাজেশ মা, দুয়ারে বসে ছেলের অপেক্ষায় এখনও দিনগুনছেন৷ থামিয়ে রাখা যাচ্ছে না তাঁকে৷ ছেলের ছবি বুকে আলগে কেঁদেই চলেছেন শহিদের মা৷

জানা গিয়েছে, ২০১৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন রাজেশ৷ বাবা কৃষক৷ নিম্নমধ্যবিত্ত পরিবার রক্ষা করেছিল রাজেশের চাকরি৷ বছর দুই আগে তৈরি করেছেন পাকা বাড়ি৷ এখনও সেই কাজ শেষ হয়নি৷ এবারের ছুটিতে বাকি কাজ শেষ করার পরিকল্পনাও ছিল তাঁর৷ মাত্র ছয় মাস আগে বিয়ের ঠিক হয়৷ দুই পরিবারে প্রস্তুতি চলছিল৷ পুজোর ছুটিতে বিয়ের ভাবনাও ছিল৷ রাজেশের আরও এক ভাই ভারতীয় সেনার অধীনে জব্বলপুরের সমরাস্ত্র তৈরির কারখানায় কাজ করেন৷ দাদা খবর পেয়ে তিনি মর্মাহত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *