প্রাথমিক শিক্ষক নিয়োগে টালবাহানা, সরকারের দৃষ্টি আকর্ষণে বড় কর্মসূচি প্রার্থীদের

করোনা পরিস্থিতির মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের টালবাহানার অভিযোগ উঠল বর্তমান সরকারের বিরুদ্ধে। ২০০৯-২০১০ বিজ্ঞপ্তি অনুসারে জেলাভিত্তিক পরীক্ষা নেওয়া হলেও রাজ্যের সমস্ত জেলায় নিয়োগ সম্পন্ন হয়নি বলেই অভিযোগ তুলেছে দক্ষিণ ২৪ পরগণা প্রাথমিক শিক্ষক উত্তীর্ণ (২০০৯) ঐক্যমঞ্চ। তাদের দাবি, অন্যান্য জেলায় নিয়োগ সম্পন্ন হলেও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং মালদা জেলার জন্য কোনও পদক্ষেপ করেনি সরকার। ধরনা, অনশন, আন্দোলনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় গণ-প্রতিবাদেও কোনও সদুত্তর পাননি চাকরিপ্রার্থীরা। অবশেষে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ অন্যান্য সংশ্লিষ্ট দফতরে গণ-ই-মেল কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত দক্ষিণ ২৪ পরগণা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ (২০০৯) ঐক্যমঞ্চের।

 

আলিপুর: করোনা পরিস্থিতির মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের টালবাহানার অভিযোগ উঠল বর্তমান সরকারের বিরুদ্ধে। ২০০৯-২০১০ বিজ্ঞপ্তি অনুসারে জেলাভিত্তিক পরীক্ষা নেওয়া হলেও রাজ্যের সমস্ত জেলায় নিয়োগ সম্পন্ন হয়নি বলেই অভিযোগ তুলেছে দক্ষিণ ২৪ পরগণা প্রাথমিক শিক্ষক উত্তীর্ণ (২০০৯) ঐক্যমঞ্চ। তাদের দাবি, অন্যান্য জেলায় নিয়োগ সম্পন্ন হলেও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং মালদা জেলার জন্য কোনও পদক্ষেপ করেনি সরকার। ধরনা, অনশন, আন্দোলনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় গণ-প্রতিবাদেও কোনও সদুত্তর পাননি চাকরিপ্রার্থীরা। অবশেষে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ অন্যান্য সংশ্লিষ্ট দফতরে গণ-ই-মেল কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত দক্ষিণ ২৪ পরগণা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ (২০০৯) ঐক্যমঞ্চের।

গত ১০ বছর থেকে নিজেদের দাবি জানানো সত্ত্বেও বর্তমান সরকার ২০০৯-২০১০ প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ দক্ষিণ ২৪ পরগণার চাকরিপ্রার্থীদের জন্য কোনও ব্যবস্থা নেয়নি। ২০১০ সালের শেষের দিকে রাজ্যের তৎকালীন সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষা নিয়েছিল, তাতে ১৪টি জেলায় নিয়োগ প্রক্রিয়া হয়েছিল বলেই জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। পরে বাকি ৫ জেলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল তৃণমূল সরকার। যদিও হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালে ওই ৫টি জেলার জন্য আলাদা করে পরীক্ষা নিতে বাধ্য হয়েছিল সরকার। তবে পরীক্ষা হওয়া সত্ত্বেও হয়নি নিয়োগ। ২০১৫ সালে পূর্ব মেদিনীপুর ও ২০১৬ সালে হাওড়া জেলায় নিয়োগ হলেও বাকি দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং মালদা জেলার চাকরিপ্রার্থীরা আজও কোনও সুরাহা পাননি।

নিজেদের দাবি জানানোর জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করেছেন তাঁরা। ধরনা, অনশন, পথ অবরোধ, র্যা লি ছাড়াও শিক্ষামন্ত্রীর বাসভবন, বিকাশভবন, নবান্ন, জেলা প্রাথমিক দফতরে ডেপুটেশন জমা করেও মেলেনি সদুত্তর। চাকরিপ্রার্থীদের অভিযোগ, বর্তমান সরকার মামলার মিথ্যে বাহানা দিয়ে দক্ষিণ ২৪ পরগণা জেলার নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে। এরই মধ্যে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে সোশ্যাল মিডিয়ায়ও গণ প্রতিবাদ কর্মসূচি চালান তাঁরা। অবশেষে অন্য উপায়ে সরকারের দৃষ্টি আকর্ষণে সিদ্ধান্ত নিয়েছে ঐক্যমঞ্চ। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীসহ অন্যান্য সংশ্লিষ্ট দফতরে গণ-ই-মেল করবে বলে জানিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =