ইন্দো-চিন সংঘর্ষ: কেন্দ্রের পাশে মমতা, দিলেন চিনা পণ্য বর্জনের ডাক!

ইন্দো-চিন সংঘর্ষ: কেন্দ্রের পাশে মমতা, দিলেন চিনা পণ্য বর্জনের ডাক!

 কলকাতা: লাদাখে চিনা অগ্রাসন নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানকেই সমর্থন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার বিকেলের প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে এ বিষয়ে সর্বোতভাবেই প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি৷ পাশাপাশি, মমতা এদিন স্পষ্ট প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছেন, রেল, টেলিকম ও উড়ান ক্ষেত্রে চিনা সংস্থার প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হোক৷

এদিনের এই বৈঠকে তৃণমূল কংগ্রেস ছাড়াও শিবসেনা, কংগ্রেস, সিপিএম, জেডিইউ, এনসিপি, এলজেপি, বিজেপি, সপা, টিআরএস, বসপা-সহ দেশের ২০ টি প্রথম সারির দলের প্রধানরা উপস্থিত ছিলেন৷ মোটের উপর সকলে এই ঘটনা নিয়ে কেন্দ্র যা করবে, তার পাশে থাকার বার্তা দিয়েছে৷ সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, চিনে একনায়কতন্ত্র দেশ হিসাবে চলে, কিন্তু আমাদের দেশে গণতান্ত্রিক৷ ওঁরা যা ইচ্ছেই করতে পারে। কিন্তু আমরা তা পারি না। আমরা সকলেই এই সময়ে একসঙ্গে রয়েছি। আমরা একসঙ্গে এই বিষয়ে এগোব। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাতেই আমাদের সমর্থন রয়েছে।

ভারতের বাজারে চিনকে পুরোপুরি বয়কটের সিদ্ধান্তকেও সমর্থন করেছেন তৃণমূল নেত্রী। জানান, চিনের পণ্য প্রযুক্তি না পেলে প্রথম কিছুটা সমস্যা হতে পারে৷ কিন্তু পরে আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব৷ তাহলে এই ঘটনার উচিত শিক্ষা দেওয়া যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীকে স্পষ্ট জানান, চিনকে নিয়ে যা ঘটনা ঘটেছে, তাতে তৃণমূল ও রাজ্য সরকার সেনাবাহিনীর পাশে রয়েছে৷ সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই সমর্থনযোগ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *