কলকাতা: দীর্ঘ লকডাউন কাটিয়ে আনলক পর্ব শুরু করেছে৷ স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টার করছে জনজীবন৷ কিন্তু, কিছুতেই কমছে না করোনা সংক্রমণ৷ দেশ ও বাংলাজুড়ে যখন করোনা সংক্রমণ বাড়ছে, ঠিক তখন ক্ষোভ বাড়ছে করোনা যোদ্ধাদের অন্দরে৷
এবার বেতন বৃদ্ধির দাবি সরব হলেন করোনা সংক্রমণ রাজ্যের পুরসভাগুলির সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীরা৷ মূল বেতন ও করোনা-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে এবার মুখ্যমন্ত্রীর দরবারে সহযোগিতা চেয়েছেন এই করোনা যোদ্ধারা৷ বেতন ও করোনা ভাতা বৃদ্ধির দাবিতে পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্য কর্মচারী ইউনিয়নের তরফে বিভিন্ন পুরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়৷ সমস্যা সমাধানে সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে৷
সংগঠনের দাবি, রাজ্যের বিভিন্ন পুরসভায় কমপক্ষে ১০ হাজার পুর স্বাস্থ্যকর্মী রয়েছেন৷ তাঁদের মাসে মাত্র ৩ হাজার ১২৫ টাকা বেতন দেওয়া হয়৷ গত তিন মাস ধরে নিরলসভাবে করোনা সচেতনতার কাজে যুক্ত থাকায় মুখ্যমন্ত্রী পুর স্বাস্থ্যকর্মীদের ১ হাজার টাকা ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে করোনা ও ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতার কাজ চালিয়ে গেলেও নামমাত্র বেতনে সংসার চলছে না তাঁদের৷ রোজগার কম হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা৷ ফলে, অবিলম্বে বেতন ও বিশেষ ভাতা বৃদ্ধির পাশাপাশি পিএফ, গ্র্যাচুইটির মতো সামাজিক সুবিধা দেওয়াও দাবি তুলেছেন তাঁরা৷