কবে চলবে লোকাল ট্রেন, মেট্রো? কী বলছে রেল?

কবে চলবে লোকাল ট্রেন, মেট্রো? কী বলছে রেল?

নয়াদিল্লি: করোনা আবহে আগেই বন্ধ হয়ে গিয়েছে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা৷ লকডাউন কাটিয়ে আনলক পর্ব শুরু হলেও নতুন করে কবে থেকে চালু হবে পরিষেবা? এখনও অব্যাহত ধোঁয়াশা৷

রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছেন, শহর ও শহরতলির লোকাল ট্রেন ও কলকাতা মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার রেলমন্ত্রকের কাছে কোনও আবেদন করেনি৷ ফলে, নতুন করে কবে থেকে রেল পরিষেবা চলু হবে, তা নিয়ে বাড়ছে উদ্বেগ৷ লোকাল ট্রেন চালু করার বিষয়ে রাজ্যের কোর্টে বল ঠেলে রেলে দায় এড়ানোর চেষ্টা করলেও আদতে সমস্যায় পড়েছে সাধারণ যাত্রীরা৷ রাজ্যের দিকে আঙুল তুলে রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছিলেন, পরিষেবা চালু করতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে আবেদন করতে হবে৷ আজ রাজ্য আবেদন না করলে কি রেল পরিষেবা অনির্দিষ্টকাল বন্ধ থাকবে? অধরা জবাব৷

ধর্মস্থান, বাজার, মল, অফিস খুলে গেলেও এখনও থমকে কলকাতা মেট্রো ও শহর ও শহরতলির লোকাল ট্রেন পরিষেবা৷ আর তাতেই চরম সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা৷ দীর্ঘ দিন পরিষেবা বন্ধ থাকায় কাজ হারানোর আশঙ্কায় দিনগুনছেন বাংলার কয়েক লক্ষ রেলযাত্রী৷

তবে, পরিষেবা কবে চালু হবে, তা নিয়ে দোলাচল থাকলেও স্টেশনের মানোন্নয়ন নিয়ে উদ্যোগী হচ্ছে রেল৷ কলকাতা, হাওড়া, শালিমার, এনজেপি, আলিপুরদুয়ার জংশনের মানোন্নয়নের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু করেছে রেল৷ ওয়েটিং হল থেকে লাউঞ্জ, সার্কুলেটিং এরিয়া থেকে আরওবির মতো একাধিক বিষয়ে মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =