কলকাতা: করোনা সতর্কতা হিসাবে আগেই বন্ধ হয়ে গিয়েছিল রাজ্য সরকারি দফতর৷ দীর্ঘ লকডাউন কাটিয়ে শুরু হয়েছে আনলক পর্ব৷ শর্তসাপেক্ষে খুলে গিয়েছে রাজ্য সরকারি দপ্তর৷ শর্তসাপেক্ষ ৭০ শতাংশ কর্মচারী আনিয়ে চলছে সরকারি দফতরের কাজ৷ গত ৮ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি অফিস খুলে যাওয়ার তিন সপ্তাহের ব্যবধানে ফের ছুটির ঘোষণা রাজ্যের৷
গত ২৩ মার্চ, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র৷ তখন থেকেই বন্ধ সরকারি অফিস৷ তবে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীরা প্রাণের ঝুঁকিয়ে নিয়ে পরিষেবা দিয়ে গিয়েছেন সাধারণ জনতাকে৷ করোনার বিরুদ্ধে লড়াই করছেন তাঁরা৷ দীর্ঘ লকডাউনের পর আনলক পর্বে গত ৮ জুন থেকে শুরু হয়েছে অফিস খুলে গিয়েছে৷ কিন্তু অফিস খুলে গেলেও পথে-ঘাটে পর্যাপ্ত বাস না থাকায়, লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছিলেন অফিস যাত্রীরা৷ অফিসে হাজিরা দিতে গিয়ে কার্যত বাধ্য হয়ে, বেশি টাকা দিয়ে গাড়ি ভাড়া করে দফতরে ছুটতে হয়েছে তাঁদের৷ এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে তৈরি হয়েছিল ক্ষোভ৷
আজ রাজ্য অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে আগামীকাল ছুটির ঘোষণা করা হয়েছে৷ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ২৩ জুন সরকারি কর্মচারীদের ছুটি৷ রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকারি দফতর বন্ধ থাকবে৷ আওতার বাইরে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা৷ অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মচারীরা তাঁদের বিশ্বাস অনুযায়ী কর্মচারীরা রথযাত্রা পালন করতে পারবেন৷ তবে, তাঁরা যেন জমায়েত এড়িয়ে চলেন, তার পরামর্শ দেওয়া হয়েছে৷ সামাজিক দূরত্ব বিধি মেনে সরকারি কর্মচারীদের রথ যাত্রার পরামর্শ দেওয়া হয়েছে৷ রাজ্যের স্বাস্থ্যবিধি মেনে সরকারি কর্মচারীরা রথযাত্রা পালনের পরামর্শ দেওয়া হয়েছে৷