কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় বুধবার সর্বদল বৈঠকে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সর্বদল বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা৷ কংগ্রেস, বাম ও বিজেপিকে জানানো হয়েছে আমন্ত্রণ৷ কিন্তু করোনা আবহে দ্বিতীয় দফার সর্বদল বৈঠকে আমন্ত্রণ পর্ব ঘিরে তৈরি হয়ে নয়া জল্পনা৷ সর্বদল বৈঠকে হাজির থাকাক জন্য দিলীপ ঘোষকে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর৷
আগামী বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ করোনা ইস্যুতে এই বৈঠক রয়েছে৷ আজ একাধিক রাজ্য নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা হয়েছে বলে খবর৷ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গেও কথা হয়েছে বলে খবর৷ দিলীপ ঘোষ জানিয়েছেন, আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেন৷ বুধবার সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার জন্য তাঁকে অনুরোধ করা হয়েছে৷ দিলীপ ঘোষ জানান, বুধবার তাঁর মেদিনীপুরে একটি কর্মসূচি রয়েছে৷ দীলিপবাবু জানিয়েছেন, ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, অন্য কর্মসূচিতে যেতে হবে না৷ বুধবার অবশ্যই সর্বদল বৈঠকে থাকুন৷ এরপর দিলীপ ঘোষ জানান, যেহেতু মুখ্যমন্ত্রী নিজে ফোন করেছেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সর্বদল বৈঠক ডাকা হয়েছে৷ তাই তিনি সেই বৈঠকে উপস্থিত থাকবেন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এতোটুকুই কথা হয়েছে বলে জানানো হয়েছে৷ একই সঙ্গে আজ বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও ফোন করেন মুখ্যমন্ত্রী৷ তাঁদেরও সর্বদল বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান৷ মান্নান, দিলীপ, বিমানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে আমন্ত্রণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷
ইতিমধ্যেই বাংলা দখলের লক্ষ্যে সরাসরি বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ হিংসার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধানের বার্তা দিয়েছেন তিনি৷ এই নিয়ে রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক৷ কিন্তু সেই বিতর্কে এবার সর্বদল বৈঠকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা৷
করোনা অবহে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে রাজ্য বিধানসভা অধিবেশন৷ নতুন করে কবে অধিবেশন শুরু হবে তার স্পষ্ট কোনও ধারণা পাওয়া না গেলেও করোনা অবহেলা দ্বিতীয় দফায় সর্বদল বৈঠক ডেকেছে পশ্চিমবঙ্গ সরকার৷ আগামী বুধবার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে সর্বদল বৈঠকে ডাক দেওয়া হয়েছে৷ সর্বদল বৈঠকে ডাক দিয়েছে রাজ্য সরকার৷ বৈঠক ডাকা হয়েছে বিধানসভার সমস্ত নেতাদের৷ এছাড়াও সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সর্বদল বৈঠকে ডাকা হয়েছে বলে খবর৷ বৈঠকে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে থাকবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ বুধবার বিকালে নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা৷