ত্রাণ নিয়ে দুর্নীতি! পঞ্চায়েত সদস্যকে কান ধরিয়ে শাস্তি জনতার

ত্রাণ নিয়ে দুর্নীতি! পঞ্চায়েত সদস্যকে কান ধরিয়ে শাস্তি জনতার

ক্যানিং: কেটে গিয়েছে এক মাস৷ কিন্তু অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবের ১ মাস পরও বিপর্যস্ত বাংলার উপকূলবর্তী বেশ কিছু এলাকা৷ মিলছে না পর্যাপ্ত ক্ষতিপূরণের টাকা৷ করোনা মহামারীর আবহে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা ও রেশন সামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ৷ এই নিয়ে গোটা বাংলাজুড়ে চলছে বিক্ষোভ৷ ভাঙচুর করা হয়েছে পঞ্চায়েত অফিস৷ এবার সেই ঘটনার নতুন মাত্রা জুড়ল ডায়মন্ড হারবার৷ দুর্নীতির দায়ে সরাসরি পঞ্চায়েত সদস্যকে কান ধরিয়ে শাস্তি দিলেন ডায়মন্ড হারবারের জনতা৷

অভিযোগ, রাজ্য সরকারের দেওয়া আমফান ক্ষতিগ্রস্তদের টাকা আত্মসাৎ করছেন স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য৷ ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন না টাকা৷ উল্টে পাকা বাড়ি আছে কিংবা যাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি তারাও রাজ্য সরকারের ক্ষতিপূরণের টাকা পেয়ে গিয়েছেন৷ আর তাতেই দীর্ঘদিন ধরে ফুঁসছিলেন স্থানীয়রা৷ এবার খোদ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে একাট্টা হয়ে রুখে দাঁড়ালেন সাধারন জনতা৷

আজ মথুরাপুরের নগেন্দ্রপুরে গ্রামবাসীরা অভিযোগ তুলেছিলেন, মিলছে আমফানের ক্ষতিপূরণ৷ হচ্ছে দুর্নীতি৷ ১০০ দিনের কাজও মিলছে না৷ নদীর বাঁধ মেরামত করা হচ্ছে না৷ মূলত এই প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা৷ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তোলেন তাঁরা৷ নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে অভিযোগ তোলেন বাসিন্দারা৷

অভিযোগ দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত সদস্যকে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আটকে রাখে জনতা৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে যান মথুরাপুর ২ নম্বর বিডিও৷ সেখানে প্রশাসনিক আধিকারিকরা মীমাংসা করার চেষ্টা করেন৷ পরে অভিযুক্ত ব্যক্তিকে কান ধরিয়ে জনতার সামনে তাঁর দোষ কবুল করতে বাধ্য করা হয়৷ জনতার চাপে পড়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য নিজের দোষ কবুল করেন৷ নিজের মুখে দুর্নীতির কথা স্বীকার করে নেন স্থানীয়৷ পঞ্চায়েত সদস্যকে কড়া ভাষায় নিন্দা জানান বিডিও৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই পঞ্চায়েত এলাকার ক্ষতিপূরণে তালিকা নতুন করে তৈরি করারও নির্দেশ দিয়েছেন তিনি৷ বিডিও আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 20 =