ছাঁদনাতলায় যাওয়ার আগে করাতে হবে করোনা টেস্ট, দাবি পাড়ার লোকের

ছাঁদনাতলায় যাওয়ার আগে করাতে হবে করোনা টেস্ট, দাবি পাড়ার লোকের

হাবরা:  করোনায় বদলেছে বিয়ের ট্রেন্ড৷ এতকাল বিয়ের আগে কুষ্টি বিচার করতো মানুষ৷ আধুনিক মনস্করা করাতেন পাত্র-পাত্রীর রক্ত পরীক্ষা৷ কিন্তু এখন দাবি, বিয়ের আগে করাতে হবে করোনা টেস্ট৷ তাই বিয়ের পিঁড়িতে বসার আগে করোনা পরীক্ষা করাতে হাসপাতালে পৌঁছলেন হবু বধূ৷ 

পাড়ার লোকের দাবি, শ্বশুর বাড়িতে ঢোকার আগে হবু বধূকে করোনা টেস্ট করাতেই হবে। অগত্যা তাই করলেন পাত্রী৷ ঘটনাটি হাবরা থানার বানিপুর ইতনা এলাকার। অশোকনগরের সুকান্ত পল্লী এলাকার এক যুবকের সঙ্গে তিন বছরের ভালোবাসার সম্পর্ক তাঁর। কর্মসূত্রে ওই যুবক থাকেন মধ্যমগ্রামে৷ কিন্তু তাঁর বিয়ের খবর পেতেই আপত্তি তোলেন সেখানকার বাসিন্দারা৷ বিয়ে করার আগে পাত্রীকে করোনা টেস্ট করে আসতে হবে বলে দাবি তোলেন প্রতেবেশীরা৷ তাই মঙ্গলবার সকালে হাবরা হাসপাতালে সশরীরে হাজির হন ওই যুবতী।

সংবাদমাধ্যমের সামনে ওই যুবতী জানান, তিন বছর ধরে হবু বরের সঙ্গে প্রণয়ের পর বিয়ে ঠিক হয়েঠে তাঁদের৷ কিন্তু বিয়ের পর মধ্যমগ্রামে যাওয়ার আগে তাঁকে করোনা টেস্টের রিপোর্ট নিয়ে যেতে হবে বলে দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা৷  সেই দাবি মেটাতেই টেস্ট করাতে এসেছেন তিনি৷ টেস্ট নিয়ে কিছুটা আতঙ্কিত তিনি৷ তবে এদিন তাঁর পাশে ছিল গোটা পরিবার৷ ওই যুবতীর পিসেমশাই জানান, আগামী শুক্রবার তাঁদের বাড়ির মেয়ের বিয়ের দিন ঠিক হয়েছে৷ এর আগেই টেস্টের পর্ব সেরে ফেলতে হাসপাতালে এসেছেন তাঁরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *