ত্রাণ দুর্নীতি: ক্ষমতা দিয়েছে মানুষ, মানুষকে নিয়ে চলতে হবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ত্রাণ দুর্নীতি: ক্ষমতা দিয়েছে মানুষ, মানুষকে নিয়ে চলতে হবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে প্রায় এক মাস হয়ে গিয়েছে৷ কিন্তু ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ও ত্রাণ নিয়ে উঠছে চরম দুর্নীতির অভিযোগ৷ কখনও তৃণমূল নেতা কান ধরে স্বীকার করছেন তাঁর দুর্নীতির কথা৷ কখনও আবার পঞ্চায়েত অফিস ভাঙচুর চালিয়েছেন স্থানীয় জনতা৷ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল উঠছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রাণ দুর্নীতি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ নবান্নে সর্বদল বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান, সুন্দরবনের জন্য পৃথক মাস্টার প্ল্যান তৈরি জন্য নীতি আয়োগকে চিঠি পাঠানো হবে৷ সুন্দরবনের স্থায়ী সমস্যা সমাধানের রাজ্য উদ্যোগী হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এদিন সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ ওই কমিটির সুপারিশ অনুযায়ী সরকার পদক্ষেপ নিয়েছেন মমতা৷ ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে এই কমিটি পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

প্রাণ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘বহু কষ্টে করে টাকা পাঠানোর ব্যবস্থা করছে রাজ্য সরকার৷ কিন্তু সমস্ত দলকেই বলা হচ্ছে, এই নিয়ে কোনও বেনিয়ম চলবে না৷ আমি পরিষ্কার বলছি, যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, আমি সারাদিন সময় দিচ্ছে, নতুন তালিকা করতে হবে৷ ক্ষতিগ্রস্তরা যদি সত্যি সত্যি বাদ পড়ে যান, তাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া হবে৷’’ নতুন নামের তালিকা তৈরির বিষয়ে এদিন জেলা শাসকদের নজরদারি রাখতেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

বলেন, ‘‘ক্ষতিগ্রস্ত হয়েছে, জেনুইন লিস্ট করা হবে৷ বিরোধিতা করার জন্য বিরোধিতা করবেন না৷ জেনুইনদের বাদ দেওয়া হবে না৷ জেনুইনদের আমার সাহায্য করতে কোন সমস্যা নেই৷’’ জনপ্রতিনিধিদের বলেন, ‘‘দয়াকরে জেনুইন কেসগুলি করুন৷ এটা একটা সমাজসেবা৷ অন্যায় করার অধিকার কেউ দেবে না৷ কোনরকম সমঝোতা হবে না৷ তবে, ভাঙচুর করবে না৷ আপনারা কথা বলুন৷ মনে রাখবে, আমার কাছে ক্ষমতা আছে বলে, সেটা অপব্যবহার করব  সেটা কিন্তু কখনও উচিত নয়৷ ক্ষমতা দিয়েছে মানুষ৷ মানুষ মানুষকে নিয়েই চলতে হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *