করোনা চিকিৎসার খরচ কত? ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২৪ ঘণ্টায় রোকর্ড সংক্রামণ বাংলায়

করোনা চিকিৎসার খরচ কত? ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২৪ ঘণ্টায় রোকর্ড সংক্রামণ বাংলায়

 কলকাতা: দীর্ঘ লকডাউন কাটিয়ে শুরু হয়েছে আনলক পর্ব৷ ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে৷ কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি৷  আজ রেকর্ড হারে করোনা সংক্রমণ ধরা পড়েছে বাংলায়৷ বাংলা-সহ গোটা দেশে করোনা সংক্রমণের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ৷ আর সেই খরচে লাগাম টানতে মূল্য নির্ধারণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বেসরকারি ক্ষেত্রে করোনা পরীক্ষার খরচ ও চিকিৎসা সংক্রান্ত খরচের উর্ধ্বসীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সুরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে ডাক্তারি পরামর্শের দর বেধে দেওয়া হয়েছে৷ আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখমন্ত্রী জানান, ‘‘৪৫০০ টাকা করে বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছিল করোনা পরীক্ষার জন্য৷ সেটা আমরা ২২৫০ টাকা করে দিচ্ছি৷ রাজ্য সরকার বিনামূল্যে করোনা পরীক্ষা করছে৷ করোনা সুরক্ষা পোশাকের জন্য হাজার টাকা প্রতিদিন হিসেবে রোগীদের মূল্য ধার্য করা হয়েছে৷ ডাক্তারের পরামর্শ নেওয়া জন্য হাজার টাকা করা হয়েছে৷ ৫ হাজার টাকা থেকে কমিয়ে ১০০০ টাকা করা হল৷ বাদবাকি অনেক হাসপাতাল ইতিমধ্যেই কমিয়ে দিয়েছে৷ আধিকারিকদের বলা হচ্ছে, তাঁরা সিদ্ধান্ত নেবে৷ দু-একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে৷’’ অর্থাৎ এখন থেকে বেসরকারি ক্ষেত্রে করোনা পরীক্ষা করতে গেলে দিতে হবে ২২৫০ টাকা৷ সুরক্ষা সরঞ্জামের জন্য রোগীকে দৈনিক ১০০০ টাকা করে গুনতে হবে৷ বেসরকারি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য ১০০০ টাকা ধার্য করা হয়েছে৷

অন্যদিকে বাংলায় একদিনে রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৪৫৫ জন নতুন করে আক্রান্ত হয়েছে৷ এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৯০৷ গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে৷ এখনও পর্যন্ত ৬১৬ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়েছেন ৩৪৫ জন৷ এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১০ হাজার ৫৩৫ জন৷ বাংলাজুড়ে করোনা চিকিৎসাধীন ৫০৩৯ জন৷ রাজ্যে সুস্থতার হার ৬৫% বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =