দেখা যাক কী হয়? আরও জটিল বাস-জট! কাজে এল না হুঁশিয়ারি

দেখা যাক কী হয়? আরও জটিল বাস-জট! কাজে এল না হুঁশিয়ারি

91f06ac548f057638ce57a2451b8a9ba

 
কলকাতা: কাজে এল না আইনি হুঁশিয়ারি৷ আগামীকাল থেকে পূর্ণমাত্রায় শহর কলকাকায় বাস চলবে কি না, খোলসা হল না রাজ্য ও মালিক পক্ষের দীর্ঘ বৈঠকে৷ কাল থেকে বেশি মাত্রায় বাস নামবে কি না সে নিয়ে এখনও কিছুই বলতে পারেনি বাস-মিনিবাস সমন্বয় সমিতি৷ রাজ্যের সঙ্গে বৈঠকে মিলেনি সমাধান সূত্র৷ কি হয় দেখা যাক, যাঁরা পারবে, তা পথে নামবে৷ এমনই মন্তব্য করে দায় এড়ানোর চেষ্টা বাস মালিক সংগঠনগুলির৷

সোমবার নবান্নে সাংবাদিক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন, পয়লা জুলাই থেকে যদি বেসরকারি বাস পথে না নামে তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে৷ রাজ্য সরকার মহামারী আইন অনুযায়ী বা অধিগ্রহণ করবে৷ মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর আজ বাস মালিক সংগঠনের তরফে সরকারি আধিকারিকদের সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েক বৈঠক হয়৷ কিন্তু, বৈঠকেও মেলেনি রফা সূত্র৷ আগামীকাল থেকে পথে বেশি বাস নামবে কি তা তা নিয়ে এখনও কিছু জানাতে পারেননি বাস মালিক সংগঠনের নেতারা৷

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিছেন, বৈঠক হয়েছে৷ বাস মালিক সংগঠনের তরফে বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে৷ তবে, বেশি বাস রাস্তায় নামবে কি না, তা জানাতে পারেননি বাস মালিক সংগঠনের নেতারা৷ আদৌ রাস্তায় বেশি বাস চলবে কি না, রাজ্যের প্রস্তাব মেনে নেওয়া হবে কি না, আগামীকাল তিনটেয় কাউন্সিলের তরফে অবস্থান স্পষ্ট করা হবে বলেও ঘোষণা করা হয়েছে৷ বাস মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, দেখা যাক কী হয়, যাঁরা পারবে, বাস নামাবে, যাঁরা পারবে না, চালাবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *