মাস্ক ও দূরত্ব বিধি নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের, জারি বিজ্ঞপ্তি

মাস্ক ও দূরত্ব বিধি নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের, জারি বিজ্ঞপ্তি

af50b521ddb41ceb5e0ec93f1425a0af

কলকাতা: মাস্ক ব্যবহার ও দূরত্ববিধির উপর গুরুত্ব দিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বরাষ্ট্র দফতর৷ দূরত্ব বিধি নিয়ে আরও কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার৷ বিজ্ঞপ্তি জারি করে বেশ কিছু কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর৷

স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত বৃহস্পতিবার একটি নির্দেশিকায় প্রকাশিত হয়েছে৷ তাতে বলা হয়েছে লকডাউন কাটিয়ে আনলক পর্বে যেহেতু বাজার-ঘাট, অফিস, মল খুলে গিয়েছে, এই অবস্থায় দূরত্ব বিধি মান জরুরি৷ সেক্ষেত্রে ব্যক্তিগত দূরত্ব ও মাস্ক পরার উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব৷ এতোদিন যেটা ছিল সোশ্যাল ডিসটেন্সিং বা সামাজিক দূরত্ব বিধি, রাজ্য সরকারের তরফে এখন তা পার্সোনাল ডিস্টেন্সিং বা ব্যক্তিগত দূরত্ব বিধি বলে উল্লেখ করা হয়েছে৷

নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যদি পথে-ঘাটে বেরিয়ে কোনও ব্যক্তি মাস্ক ব্যবহার না করেন, তাহলে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে৷ ওই ব্যক্তি যদি মাস্ক পরতে অস্বীকার করেন, তাহলে পুলিশ তাঁকে বাড়ি ফিরিয়ে দেবে৷ আর এই নির্দেশের অমান্য করে থাকেন পুলিশ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে৷ স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকায় ব্যক্তি দূরত্ব বজায় রাখা ও প্রত্যেক ব্যক্তির মাস্ক পরা বাধ্যতামূলক বলেও বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ যদিও এর আগে করোনা রুখতে শারীরিক দূরত্ব বিধি ও মাস্ক পরা থেকে শুরু করে স্যানিটাইজেশনের উপর সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার৷ করোনা ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন করে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল৷

b78d0b69d31d42bd2fcd09aab5263c17

আনলক ২ পর্ব ঘোষণা করে মাস্ক ও দূরত্ব বিধি মানা হচ্ছে না বলে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানিয়েছিলেন, অনেকেই বেপরোয়া হয়ে সামাজিক দূরত্ব বিধি ও মাস্ক ব্যবহার করছেন না৷ এই বিষয়ে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ করার পর এবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *