করোনা আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়, বিজেপির দফতরে বাড়ছে আতঙ্ক

করোনা আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়, বিজেপির দফতরে বাড়ছে আতঙ্ক

0a28b8018d0b586654816fb6f26d4616

কলকাতা: এবার রাজ্য বিজেপির দফতরেও করোনা থাবা৷ করোনা আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ টুইট করে ঘোষণা বিজেপি নেত্রীর৷

টুইট করে বিজেপি সংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, সামান্য জ্বর রয়েছে তাঁর৷ এক সপ্তাহ ধরে আইসোলেশন ছিলেন তিনি৷ করোনা উপসর্গ লক্ষ্য করে আগেই পরীক্ষা করেছিলেন বিজেপি সাংসদ৷ কিন্তু তখন রিপোর্টে কিছু ধরা পড়েনি৷ কিন্তু পরবর্তী ক্ষেত্রে উপসর্গ আরও বেড়ে যাওয়ার কারণে দ্বিতীয়বার পরীক্ষা করেন তিনি৷

বেশ কিছু দিন ধরেই তিনি জ্বর সর্দি-কাশি সঙ্গে গন্ধ অনুভব করতে পারছিলেন না৷ বাড়ছিল নানান সমস্যা৷ এরপর দ্বিতীয় দফায় পরীক্ষায় করান একটি বেসরকারি নার্সিংহোমে৷ সেখান থেকে জানানো হয়েছে, তাঁর রিপোর্ট পজিটিভ৷ করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইটারে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়৷

বিজেপি সূত্রে খবর, গত ২৬ জুন শেষবারের জন্য পার্টি অফিসে এসেছিলেন লকেট চট্টোপাধ্যায়৷ প্রথম দিকে তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন না৷ কিন্তু আনলক পর্বে প্রকাশ্যে চলে আসেন লকেট চট্টোপাধ্যায়৷ বেশকিছু দলীয় কর্মসূচিতে অংশ নেন৷ ত্রাণ বিলি থেকে শুরু করে ক্ষোভ বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি৷ সম্প্রতি বিভিন্ন পদযাত্রা থেকে শুরু করে অবরোধ-বিক্ষোভেও তাঁকে দেখা গিয়েছিল৷

গত ২৬ জুন তিনি পার্টি অফিসে গেলেও প্রচুর কর্মীর সমাগম হয়েছিল সেখানে৷ সন্দেহ হওয়ায় ভিড়ভাট্টা ও পার্টি অফিস এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি৷ বেশ কিছুদিন ধরে বাড়িতেই ছিলেন তিনি৷ কিন্তু উপসর্গ বাড়তে থাকায় দ্বিতীয় দফার রিপোর্টে ফলাফল পজিটিভ এসেছে বলে খবর৷ বিজেপি নেত্রী আক্রান্ত হওয়ায় বিজেপি দফতরে ছড়িয়েছে আতঙ্ক৷ ওই সময়ের তাঁর সঙ্গে কারা এসেছিলেন, কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন, শুরু হয়েছে খোঁজখবর৷