বেকারত্বে যোগীর প্রদেশের সঙ্গে বাংলার তুলনা! নয়া তথ্য দিলেন মমতা

বেকারত্বে যোগীর প্রদেশের সঙ্গে বাংলার তুলনা! নয়া তথ্য দিলেন মমতা

71ffe23d3d15c404c81c628daaa05e31

কলকাতা: সারা ভারতে বেকারত্বের যা হার, তার চেয়ে অনেকটাই ভালো অবস্থায় রয়েছে বাংলা৷ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)-র পরিসংখ্যান তুলে শনিবার সেই দাবিই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  

জুন মাসে কোন রাজ্যে বেকারত্বের হার কত, সম্প্রতি সেই রিপোর্ট প্রকাশ করে সিএমআইই৷ ওই রিপোর্টে বলা হয়েছে, জুন মাসে বাংলায় বেকারত্বের হার ৬.৫ শতাংশ৷ সেখানে ভারতে বেকারত্বের হার ১১ শতাংশ৷ এই পরিসংখ্যান তুলেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভারতের চেয়ে বাংলার অবস্থা অনেক ভালো৷ তিনি আরও বলেন, ‘‘করোনা সংকট আর উম্পুনের ধ্বংসযজ্ঞ মোকাবিলায় আমরা যে বলিষ্ঠ অর্থনৈতিক কৌশল নিয়েছি, এটা তারই ফল৷’’ 

সমগ্র দেশের পাশাপাশি এদিন আরও দুই রাজ্যের বেকারত্বের পরিসংখ্যান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সিএমআইই-র রিপোর্ট তুলে ধরে তিনি জানান, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে বেকারত্বের হার ৯.৬ শতাংশ৷ হরিয়ানার অবস্থা আরও ভয়ঙ্কর৷ জুন মাসে মনোহর লাল খট্টরের রাজ্যে বেকারত্বের হার ৩৩.৬ শতাংশ৷ প্রসঙ্গত, সমগ্র দেশের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের হার এই রাজ্যেই। 

গত মে মাসের সারা দেশে বেকারত্বের হার ছিল আরও বেশি৷ সেই তুলায় জুনে এই হার অনেকটাই কমেছে৷ মে মাসে দেশে বেকারত্বের হার ছিল ২৩.৫ শতাংশ৷ জুন মাসে তা কমে ১১ শতাংশে দাঁড়িয়েছে৷ পশ্চিমবঙ্গেও মে মাসে বেকারত্বের হার ছিল জুনের তুলানয় অনেকটাই বেশি, ১৭.৪ শতাংশ৷  করোনা সংক্রমণ রুখতে গত মার্চ মাসে লকডাউন জারি হওয়ার পর থেকেই বাড়তে থাকে বেকারত্বের হার৷ লকডাউনের আগে মার্চ মাসে বাংলায় বেকারত্বের হার ছিল ৬.৯ শতাংশ৷ ভারতে বেকারত্বের হার ছিল ৮.৮ শতাংশ৷