আকাশ পথে বিচ্ছিন্ন বাংলা! রাজ্যের উড়ান আপত্তিকে মান্যতা কেন্দ্রের

আকাশ পথে বিচ্ছিন্ন বাংলা! রাজ্যের উড়ান আপত্তিকে মান্যতা কেন্দ্রের

কলকাতা: করোনা সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখে আগেই আপত্তি জানিয়েছিল রাজ্য৷ আর সেই আপত্তির কারণে এবার ৪ রাজ্য থেকে বাংলার মাটিতে বিমান অবতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রের৷ ‘বন্দে ভারত মিশনে’র আওতায় বাংলার মাটিতে ৪ রাজ্যের ৬ বিমানবন্দর থেকে আর কোনও বিমান নামবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

রাজ্যের তরফে গত সপ্তাহে আপত্তি জানানো হয়েছিল৷ করোনা আবহে আপাতত পরিষেবা বন্ধ রাখার আর্জি জানানো হয়েছিল৷ আর সেই আর্জি মেনে এবার আগামী দুই সপ্তাহের জন্য যাত্রী বিমান পরিষেবা রাখার ঘোষণা করা হয়েছে৷ বন্ধে ভারত মিশন প্রকল্প কোন বিমান বাংলার মাটিতে নামবে না বলেও জানানো হয়েছে৷ ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ৪ রাজ্য থেকে সমস্ত বিমান পরিষেবা৷ করোনা সংক্রমণ রুখতে এই নির্দেশ বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷

করোনা সংক্রমণের আশঙ্কায়স বিমান চলাচলে নিয়ন্ত্রণ টেনেতে চেয়েছিল রাজ্য৷ রাজ্যের তরফ থেকে করোনা প্রভাবিত ৪ রাজ্য থেকে বিমান আসা বন্ধ রাখারও আর্জি জানানো হয়৷ এই আর্জির পর বৈঠকে বসে কেন্দ্র৷ অসামরিক বিমান পরিবহণের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দিল্লি থেকে কলকাতায় কোনও বিমান আসবে না৷ নাগপুর, চেন্নাই থেকে কোনও বিমান নামবে না কলকাতার মাটিতে৷

দিল্লি, মুম্বই, পুণে থেকে কোনও বিমান কলকাতায় আসবে না, যাবেও না৷ আমেদাবাদ থেকেও কোনও বিমান আসবে না বলে জানানো হয়েছে৷ অর্থাৎ কলকাতার সঙ্গে আকাশ পথে আপাতত কোনও যোগাযোগ থাকছে না কলকাতার৷ দিল্লি, মুম্বই, পুণে, নাগপুর, চেন্নাই, আমেদাবাদ, এই ছটি বিমানবন্দরের সঙ্গে কলকাতা বিমানবন্দরের যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 17 =