বদলে গেল শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর, নয়া ঘোষণা পূর্ব রেলের

বদলে গেল শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর, নয়া ঘোষণা পূর্ব রেলের

কলকাতা: কাজের সুবিধার্থে আচমকা বদলে গেল শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর৷ প্ল্যাটফর্ম সংখ্যা নিয়ে বিভ্রান্ত এড়াতে প্ল্যাটফর্ম পুনর্বিন্যাস করা হয়েছে৷ নয়া ব্যবস্থায় যাত্রী ও রেল কর্মীদের সুবিধা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে৷

এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনে ২১টি প্ল্যাটফর্ম রয়েছে৷ আগে নম্বরের হিসাবে ১৪-এ পর্যন্ত ছিল উত্তর-দক্ষিণ ও মেন শেখার প্ল্যাটফর্ম৷ পুরোনা প্ল্যাটফর্ম র্বিন্যাসে ৯ প্ল্যাটফর্ম নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন যাত্রীরা৷ এতদিন ১ থেকে ৪-এ প্ল্যাটফর্ম থেকে শিয়ালদহ উত্তর ও মেন শাখায় লোকাল ট্রেন চলাচল করত৷ ৯, ৯এ এই দু’টি প্ল্যাটফর্মে কখন লোকাল ট্রেন ও এক্সপ্রেস চলাচল করত৷ ৯বি, ৯সি প্ল্যাটফর্ম মূলত এক্সপ্রেস ট্রেনের জন্য বরাদ্দ৷ দক্ষিণ শাখার ট্রেন চলাচল করাত ১০ থেকে ১৪এ প্ল্যাটফর্মে৷ এবার প্ল্যাটফর্মের নতুন নম্বর দেওয়া হল৷

নতুন নিয়ম অনুযায়ী ১এ বদলের হয়েছে ১ নম্বর, ২, ৩, ৪ নম্বর প্ল্যাটফর্ম নম্বর অপরিবর্তিত রাখা হয়েছে৷ ৪এ করা হয়েছে ৫, ৫ বদলে হয়েছে ৬, ৬ বদলে হয়েছে ৭, ৭ বদলে হয়েছে ৮, ৮ হয়েছে ৯ নম্বর প্ল্যাটফর্ম৷ ৯ হয়েছে ১০ নম্বর প্ল্যাটফর্ম৷ ৯সি এখন থেকে ১১ নম্বর প্ল্যাটফর্ম করা হয়েছে৷ ৯বি হয়েছে ১২, ৯এ হয়েছে ১৩, ৯ডি হয়েছে ১৪ নম্বর প্ল্যাটফর্ম৷ দক্ষিণ শাখায় বাকি প্ল্যাটফর্মের নম্বরও বদলে গিয়েছে৷ ১৫ থেকে ২১ করা হয়েছে৷ ১০ নম্বর এখন ১৫ নম্বর প্ল্যাটফর্ম ও ১৪এ এখন থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে চিহ্নিত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =