ফের অস্বস্তিতে তৃণমূল! ২ নেতা-নেত্রী সহ ৭ জনকে নোটিশ ইডি’র

ফের অস্বস্তিতে তৃণমূল! ২ নেতা-নেত্রী সহ ৭ জনকে নোটিশ ইডি’র

609fbc0b9e8cb13f97f88cb26ebae4d6

 কলকাতা: ফের অস্বস্তিতে তৃণমূল৷ ইডি’র নজরে তৃণমূলের ২ নেতা-নেত্রী সহ ৭ জনকে নোটিশ৷ ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে অস্বস্তি বাড়ছে তৃণমূল শিবিরে৷

সূত্রের খবর, লকডাউন পর্বে গার্ডেনরিচে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় তৃণমূলের ২ নেতা-নেত্রীসহ ৭ জনকে নোটিশ পাঠিয়েছে ইডি৷ ইডি সূত্রে জানা গিয়েছে, জব তলব করা হয়েছে তৃণমূলের বিদায় কাউন্সিলর শামস ইকবাল ও তৃণমূল নেত্রী সাবা ইকবাল-সহ ৭জনকে৷

স্থানীয় সূত্রে খবর, গত ৩০ মার্চ গার্ডেনরিচে খাবার বিলিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নেয় গার্ডেনরিচের কাচ্চিসড় এলাকা৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক৷ যদিও ভাইরাল ওই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ বিকাল ডটকম৷

অভিযোগ ওঠে, এলাকা লেখা দখলকে কেন্দ্র করে কলকাতা পুরসভার ১৩৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর আখতারি নিজামি শাহজাদা সঙ্গে ১৩৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর শামস ইকবাল ও তাঁর বোন সাবা ইকবালের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল৷ অভিযোগ, খাবার বণ্টনকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷ অভিযোগ খাবার বিলির মধ্যে টাকা লেনদেন হয়েছে!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অস্ত্র আইনে মামলা রুজু করে কলকাতা পুলিশ৷ এরপর তদন্তভার গ্রহণ করে ইডি৷ সূত্রের খবর, খাবার বিলিকে কেন্দ্র করে টাকা লেনদেন হয়েছে৷ লকডাউনের মধ্যে কীভাবে টাকা লেনদেন হল? কোথা থেকে অস্ত্র এল? কে টাকা দিয়েছে? কোথা থেকে এসেছে তা, জানতে তৃণমূলের ২ নেতা-নেত্রী সহ ৭ জনকে নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *