কুৎসা করছেন? শিক্ষকদের চরম হুঁশিয়ারি, বেতন নিয়ে খোঁচা অনুব্রত’র

কুৎসা করছেন? শিক্ষকদের চরম হুঁশিয়ারি, বেতন নিয়ে খোঁচা অনুব্রত’র

3ee8cb5dbbec86b432a6d0b179bcb8ca

বোলপুর: ফের রাজ্যে শিক্ষকদের প্রচ্ছন্ন হুমকি দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বীরভূম জেলা শাখার অনুষ্ঠানে যোগ দিয়ে সরাসরি তৃণমূলপন্থী শিক্ষকদের দিকে আঙ্গুল তুললে রাজ্যের গোটা শিক্ষক সমাজকে ঘুরিয়ে বার্তা দিয়েছেন অনুব্রত৷ একইসঙ্গে শিক্ষকদের বেতন নিয়ে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল নেতা৷ কোন ভুল-ত্রুটি হলে অনুব্রত মণ্ডল নিজে দায়িত্ব নিয়ে ক্ষমা চেয়ে নেবেন বলেও শিক্ষকদের আশ্বস্ত করেছেন শাসকদলের এই দাপুটে নেতা৷

সোমবার সিউড়িতে বীরভূম পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির একটি কর্মী সভায় অংশ নেন অনুব্রত মণ্ডল৷ মঞ্চ থেকে সরাসরি শিক্ষকদের হুঁশিয়ারি দেন তৃণমূল জেলা সভাপতি৷ তৃণমূলের সংগঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনরকম কটু কথা বলা যাবে না৷ শিক্ষক সংগঠনের কর্মসূচিতে চড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অনুব্রত মণ্ডল৷

সভায় অংশ নিয়ে অনুব্রত মণ্ডলের দাবি, আপনাদের কাছে আমার হাতেখড়ি৷ আমাদের সময় তো আর ইংলিশ মিডিয়াম ছিল না৷ গ্রামে ছিল প্রাইমারি স্কুল৷ সেখানেই মানুষকে হাতেখড়ি দিতে হতো৷ তাই আপনাদের প্রতি একটা সম্মান চিরস্থায়ী আছে এখনও৷ থাকবে বরাবর৷ তবে কয়েকটা কথা বলতে এসেছি আপনাদেরকাছে৷’’

এরপর সরাসরি শিক্ষকদের হুঁশিয়ারি দিয়ে অনুব্রত মণ্ডলের মন্তব্য, ‘‘যেহেতু আমরা তৃণমূল সংগঠনের সঙ্গে জড়িত, রাগ করবেন না, কোন খারাপ কথা বলতে আসেনি৷ যদি কোনও কটু কথা বলে থাকি, ক্ষমা করে দেবেন৷ কিছু শিক্ষক তাঁরা ফেসবুকে দু’একটা জিনিস এমন ছাড়েন! কী অন্যায় করেছি আমরা? মমতা বন্দ্যোপাধ্যায় কি কোন অন্যায় করেছেন? শিক্ষকদের কি ক্ষতি করেছি আমরা? ৩৪ বছর ধরে বামফ্রন্ট গোটা পশ্চিমবঙ্গে শেষ করে দিয়েছিল৷ তার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথা বলছেন? আমি জানি না, আপনারা পাগলের প্রলাপ বলছেন কি না৷ তৃণমূলের শিক্ষক সংগঠন করবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা করবেন৷ দয়া করে এই সংগঠন থেকে বেরিয়ে যান৷ দল করতে হবে না৷ কুৎসা করবেন না৷ যদি কোনও অন্যায় থাকে, প্রতিবাদ করুন৷ আমাদের জানান৷ আমরা ক্ষমা চেয়ে নেব৷ যদি কেউ অন্যায় করে থাকে আমরা দু’কান ধরে ক্ষমা চেয়ে নেব৷ কিন্তু বলবেন না, মা মাটি মানুষের মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে কুৎসা করবেন না৷’’

শিক্ষকদের বেতন নিয়ে খোঁচা দিতে ছাড়েনি অনুব্রত মণ্ডল৷ জানান, ‘‘আপনারা তো ২৯ তারিখে বেতন পেয়ে গেছেন না? তাইতো৷ সবাই পেয়ে গেছেন তো? আপনারা জানেন, কত রাজ্য এখনও বেতন পায়নি৷’’ অনুব্রতর আরও মন্তব্য, ‘‘আপনারা শিক্ষক৷ আমরা এখনও বলি, মাস্টার কেমন আছো? নাম ধরে ডাকি না৷ আমাদের সমবয়সী হলেও তাঁকে মাস্টার বলে সম্মান করে থাকি৷ তাই আপনাদের পাড়া গঞ্জে অঞ্চলে টাউনে আমাদের সম্মান আছে৷’’

55e804c3cfa2647abd810c38296efe44

এরপর কেন্দ্রের বিরুদ্ধে সুর চালান অনুব্রত। বলেন, ‘‘আপনাদের কাছে অনুরোধ করে বলব, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন৷ বাংলা বাঁচান৷ দেশ বাঁচান৷  একমাত্র ভারতবর্ষে নরেন্দ্র মোদি যাকে ভয় পাই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই একুশে মমতা বন্দ্যোপাধ্যায় খুব দরকার৷ যদি কোনও কর্মী যদি কোনও প্রধান, যদি কোন কাউন্সিলর, কেউ যদি খারাপ ব্যবহার করে থাকে, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি৷ যদি কেউ অন্যায় করে থাকে, আমি ক্ষমা চেয়ে করে দিচ্ছি৷ এই ভুল আমার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি রাগ করবেন না৷ যদি কেউ ভুল করে থাকে, দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী৷ আপনারা ভুল করবেন না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *