কলকাতা: গোটা বিশ্বে হু-হু করে বাড়ছে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ক্রমেই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। কিন্তু এখনও প্রতিষেধকের খোঁজ নেই। সারা পৃথিবীর বিজ্ঞানী ও গবেষকরা প্রতিষেধকের সন্ধান করছেন। এই সঙ্কটের সময় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরে কটাক্ষ করেছে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস। মোদি-মমতার দিকে তোপ দেগে তারা বলেছে, গোটা বিশ্ব কেন যে প্রতিষেধকের সন্ধান করছে, তা তাদের জানা নেই। সমাধান তো মোদি এবং মমতাই বাতলে দিচ্ছেন। এই নিয়ে একটি টুইট করেছে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস।
করোনা পরিস্থিতিতেও রাজনৈতিক তরজা অব্যাহত। সরকার আর বিরোধীর লড়াই শুরু হয়েছে টুইটারেও। বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়েছে। যেখানে মোদি ও মমতাকে একই মুদ্রার দু’পিঠ বলে কটাক্ষ করেছে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস। আর তাকে ঘিরেই জল্পনা শুরু হয়েছে। টুইটটিতে একটি ভিডিও সংযুক্ত রয়েছে। ৪৪ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে দু’টি স্ক্রিন রয়েছে। যার ওপরে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশ।
‘Why is the world fretting about finding a vaccine for the Corona virus when all one needs to do is keep their doors and windows open? ‘
And
“Tali , thaali, diya and mombatti” Tasks can cure #Corona ?Two sides of the same coin! Isn’t it? @BJP4Bengal @AITCofficial pic.twitter.com/AmrFC4LSkU
— WB Youth Congress (@IYCWestBengal) July 9, 2020