আত্মহত্যা না খুন? মৃত বিধায়ককের ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আত্মহত্যা না খুন? মৃত বিধায়ককের ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

 

কলকাতা: হেমতাবাদ মৃত বিধায়কের গলায় ফাঁসের দাগ একটা নয়৷ গলায় ফাঁসের কারণেই হয়েছে মৃত্যু৷ ময়নাতদন্তের রিপোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে ময়নাতদন্তরের রিপোর্টে৷

বিধায়কের দেহের ময়নাতদন্তের পর একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে৷ সেই রিপোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়েছে৷ তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, বিধায়কের গলায় যে ফাঁসের দাগ ছিল, সেটি ডাক্তারি পরিভাষায় বলা হয়েছে ‘নন কন্টিনিউয়াস’ অর্থাৎ একটানা নয়৷ নিরবিচ্ছিন্নভাবে গলায় ফাঁসের দাগ পাওয়া যায়নি৷ গলাজুড়ে বেশ খানিকটা অংশ দাগ রয়েছে৷ এবং কিছু অংশে দাগ নেই৷ ডাক্তারি পরিভাষায় উল্লেখ করা হয়েছে, ‘নন কন্টিনিউয়াস লিগেচার্স মার্ক’ বলে৷

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে মায়না তদন্ত রিপোর্টে৷ সেখানে বলা হয়েছে, ফাঁসের দাগের কারণে তাঁর মৃত্যু হয়েছে৷ এই মৃত্যু কারণ হিসেবে ডাক্তারি পরিভাষায় উল্লেখ করা হয়েছে, ‘অ্যান্টি মর্টেম ইন নেচার’, অর্থাৎ তাঁর গলায় ফাঁসের কারণ মৃত্যু হয়েছে৷ গলায় ফাঁসের দাগ কারণে হয়েছে মৃত্যু৷ তাঁর গলায় দাগটি নিরবিচ্ছন্ন বা একটা নয়৷ ধারাবাহিকভাবে নয়৷ এই ফাঁসের কারণে তাঁর তার মৃত্যু হয়েছে৷ অন্য কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে খবর৷ এক টানা গলায় ফাঁসের দাগ থাকার অর্থ আত্মহত্যার ইঙ্গিত! মত ফরেনসিক বিশেষজ্ঞদের৷

যদিও গোটা ঘটনাটি ইতিমধ্যেই সিআইডি তদন্ত ভার গ্রহণ করেছে৷ গোটা ঘটনার পেছনে প্রাথমিকভাবে পুলিশের তরফে আত্মহত্যার কারণ বলে মনে করা হলেও পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হচ্ছে৷ হাত বাঁধা অবস্থায়, বাড়ি থেকে এক কিমি দূরে গিয়ে কেন বিধায়ক আত্মহত্যা করলেন? প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা৷ বিজেপির তরফে সরাসরি সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে৷ বিধায়কের মৃত্যুর ঘটনায় আজ রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারে বিজেপির উচ্চ নেতৃত্ব৷ সেখানে সিবিআই তদন্তের দাবি জানানো হতে পারে বলে বিজেপি সূত্রে খবর৷

অন্যদিকে, বিধায়ক মৃত্যুর প্রতিবাদে আজ ১২ ঘণ্টা বনধ চলছে উত্তরবঙ্গে৷ বনধকে কেন্দ্র করে পিকেটিং ও বনধের বিরুদ্ধে মিছিল চলছে শাসক-বিরোধী শিবিরে৷ বিধায়ক মৃত্যুর ঘটনায় বন্যার আশঙ্কায় দিনগোনা উত্তরবঙ্গে রাজনীতি এখন তুঙ্গে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =