কলকাতা: করোনা মহামারী রুখতে জারি হয়েছিল লকডাউন৷ দীর্ঘ লকডাউন কাটিয়ে শুরু হয়েছে আনকল পর্ব৷ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন৷ কিন্তু জনজীবন স্বাভাবিক হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ৷
গোটা দেশ ও রাজ্যজুড়ে দিনে দিনে বাড়ছে করোনা সংক্রমণ৷ রাজ্যে যখন প্রায় হাজারের বেশি করোনা সংক্রমণ ধরা পড়ছে, দেশে যখন প্রায় ২৫ হাজার, ঠিক তখন দেশের পরিসংখ্যান তুলে ধরে বাংলার পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে দাবি করল রাজ্য সরকার৷
আজ রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে তিনটে ৩৮ মিনিটে একটি টুইট করা হয়৷ সেখানে দাবি করা হয়, পরিস্থিতি উদ্বেগজনক নয়৷ এই স্বপক্ষে দুটি গ্রাফিক্সে তথ্য তুলে ধরা হয়৷ জানানো হয়, দেশের তুলনায় রাজ্যে করোনা সংক্রমণের হার ভালো৷ করোনা রুখতে কার্যত সাফল্য প্রমাণের চেষ্টা করা হয়৷ পরিসংখ্যান সাফ উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল করোনা সংক্রমণের হার ছিল ২.৩২ শতাংশ, সেই সংক্রমণ ধাপে ধাপে ১২ জুলাই তা দাঁড়িয়েছে ৩.৪২ শতাংশ৷ দেশের পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়েছে, এই মুহূর্তে গোটা দেশ যখন প্রায় ৯ লক্ষের কাছাকাছি সংক্রমণ পৌঁছে যাচ্ছে, তখন বাংলায় করোনা সংক্রমণের মাত্র ৩ হাজারের কাছাকাছি৷
Situation not alarming. See table and graph below. pic.twitter.com/EaurDGvmw6
— HOME DEPARTMENT – GOVT. OF WEST BENGAL (@HomeBengal) July 14, 2020
Loading tweet…