বাংলার শিক্ষার ছাদ ভেঙে পড়ছে? ফুটো করার ক্ষমতা নেই! কটাক্ষ শিক্ষামন্ত্রীর

বাংলার শিক্ষার ছাদ ভেঙে পড়ছে? ফুটো করার ক্ষমতা নেই! কটাক্ষ শিক্ষামন্ত্রীর

কলকাতা:  বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার সকালে রাজভবন থেকে সরাসরি অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার৷ রাজ্যপালের ধারাবাহিক আক্রমণের পর দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে সেই সমস্ত অভিযোগ খণ্ডন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্যপাল অসত্য বলছেন বলেই রাজ্যকে সত্য তুলে ধরতে ধরতে হচ্ছে,  জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ রাজ্যপালকে অসম্মান করার ইচ্ছা নেই বলেও কটাক্ষ করেছেন পার্থ৷ রাজ্যপাল বলছেন, রাজ্যে-শিক্ষা ব্যবস্থার ছাদ ভেঙে পড়ছে৷ পাল্টা শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বর্তমান শিক্ষাব্যবস্থার ছাদ ফুটো করার ক্ষমতা কারোর নেই৷

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বিতর্কে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যপাল৷ রাজ্যে শিক্ষা ব্যবস্থায় ছাদ ভেঙে পড়ছে বলেছেন আক্রমণ করেন রাজ্যপাল৷ আজ পাল্টা শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বর্তমান শিক্ষাব্যবস্থার ছাদ ফুটো করার ক্ষমতা নেই৷ তথ্য তুলে ধরে শিক্ষা মন্ত্রী জানান, ‘‘ছাদ ভেঙে পড়ছে বলছেন৷ আমি স্মরণ করিয়ে দিই, আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে দশের মধ্যে দশম স্থানে রয়েছে গোটা ভারতবর্ষে৷ এছাড়াও ভারত-আমেরিকা বিশ্ববিদ্যালয় ব়্যাঙ্কিংয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম এবং দ্বিতীয় স্থানে অধিকার করেছে৷ আমাদের ছাদ ভেঙে পড়ছে? ছাদ ফুটো করার ক্ষমতা নেই৷ আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে৷ মতাদর্শ তর্ক বিতর্ক থাকতে পারে৷ কিন্তু আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে৷’’

রাজ্যপালের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আমরা তো বারবার বলেছি, ফাইনাল পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে যারা অসন্তুষ্ট হবে, তাদের বর্তমান পরিস্থিতি উন্নতি ঘটলে, পরীক্ষায় বসতে পারেন৷ এরপরেও ছাত্রদের উৎকণ্ঠায় ফেলছেন তিনি৷ রাজ্যপাল নিজে বলেছেন আমি দেখব৷ কিন্তু তিনি কিছুই দেখেননি৷ উল্টে তিনি শিক্ষাবিদদের ভাষায় কথা বলছেন, আমার মনে হয় না তিনি নিজেও তা পড়ে দেখেননি৷ রাজ্যপাল এই নিয়ে লজ্জিত না হলেও আমি লজ্জিত৷’’ রাজ্য শিক্ষা দফতর তাঁর থেকে কোনও পরামর্শ দেয় না৷ অভিযোগ তুলেছেন রাজ্যপাল৷ পাল্টা দিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘‘পারামর্শের জন্য আমাদের দফতর থেকে তিনবার চিঠি দিয়েছি৷ আপনা বলেছিলাম, আপনার মতামত যা আছে, বা কোনও পরামর্শ থাকলে, তা প্রতিলিপি রাজ্য শিক্ষা দফতরকে পাঠান৷ আমরা নিশ্চয়ই সেটা উপযুক্তভাবে মর্যাদাসহ ব্যবস্থা নেব৷ কিন্তু তা তিনি এখনও পর্যন্ত দেননি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =