করোনা প্রতিরোধে টিকা আবিষ্কারের দাবি মার্কিন বিশ্ববিদ্যালয়ের

করোনা প্রতিরোধে টিকা আবিষ্কারের দাবি মার্কিন বিশ্ববিদ্যালয়ের

28dde34cf4a2f41a5f27d0146bbc8a73

ওয়াশিংটন: কে হারাবে করোনা মহামারীকে? আর তা নিয়ে গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে প্রতিযোগিতা৷ এবার সেই দৌড়ে বেশ খানিকটা এগোল চিন ও আমেরিকা৷ করোনা মোকাবিলায় এবার টিকা আবিষ্কারের দাবি জানাল মার্কিন পিটসবার্গ স্কুল অব মেডিসিনের৷ অন্যদিকে,  একটি মার্কিন সংস্থার দাবি, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তারা করোনা টিকা প্রথম মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের করবে৷ মার্কিন প্রতিযোগিতার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও জাপান দাবি করছে, তারাও করোনার চিটা তৈরি করে ফেলেছে৷

করোনা যখন গোটা বিশ্বে চোখ রাঙাচ্ছে, ঠিক তখন করোনা রুখতে ভ্যাকসিন আবিষ্কার দাবি জানিয়েছে পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন৷ ভ্যাকসিন আবিষ্কারের দাবির সপক্ষের জানানো হয়েছে, ইঁদুরের ওপর প্রাথমিকভাবে ভ্যাকসিন প্রয়োগ করে সাফল্য এসেছে৷ ব্রিটিশ মেডিক্যাল জার্নালে পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে৷ ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে করোনা ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি তৈরি করার দাবি জানানো হয়েছে মার্কিন পিটসবার্গ স্কুল অব মেডিসিনের তরফে৷ ইতিমধ্যে ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য পাওয়াও দাবি জানানো হয়েছে৷ মার্কিন ফুড এন্ড ড্রাগ বিভাগের অনুমোদনের পেলেই মানুষের উপর তা প্রয়োজ করা হবে বলে খবর৷

অন্যদিকে, ইউরোপের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, করোনা প্রতিষেধক বাজারে নিয়ে আসতে তারা চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে৷ আগামী বছরের শুরুতেই এই টিকা বাজারে চলে আসবে বলেও জানানো হয়েছে৷ জাপানের তরফে দাবি করা হয়েছে, করোনা রুখতে তারা ফ্লু-রোধী ড্রাগ নিয়ে আসছে৷ এই রোগের চিকিৎসা পদ্ধতি নিয়েও চলছে গবেষণা৷ করোনা রুখতে বিশ্বব্যাপী স্বাস্থ্যকর লড়াইয়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন বিশ্বের কোটি কোটি মানুষ৷

ইউরোপের ওই সংস্থার তরফে জানানো হয়েছে, করোনা রুখে দেওয়া টিকা পেতে বড়জোড় হলে আর একবছর অপেক্ষা করতে হবে৷ টিকার প্রথম পর্বের পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে৷ টিকা তৈরির অভিজ্ঞতা থেকে করোনার প্রতিষেধক আবিষ্কারের পথ মিলছে বলেও দাবি ওই সংস্থার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *