কলকাতা: করোনা রোখার দাওয়াই বাতলে ফের বিতর্কে বিজেপি’র রাজ্য সভাপতি তথা লোকসভা সাংসদ দিলীপ ঘোষ৷ করোনা মোকাবিলায় তাঁর প্রেসক্রিপশন ‘গোমূত্র’!
সারা বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা যখন হন্য হয়ে করোনার টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে, শুরু হয়েছে হিউম্যান ট্রায়াল, তখন এহেন দাওয়াই দিয়ে আরও একবার শোরগোল ফেললেন দিলীপ ঘোষ৷ বৃহস্পতিবার দূর্গাপুরে একটি চা চক্রে যোগ দিতে গিয়েছিলেন তিনি৷ সেখানে তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘আমি গরুর কথা বললে অনেকেই অসুস্থ হয়ে যায়৷ আমি তাদের বলতে চাই, গাধারা গরুর কথা বোঝে না৷ এটা শ্রীকৃষ্ণের জন্মভূমি৷ আমাদের এখানে গরুকে ভগবান রূপে পুজো করা হয়৷ সুস্থ থাকার জন্য আমাদের গোমূত্র খেতে হবে৷’’
এখানেই শেষ নয়৷ তিনি আরও বলেন, ‘‘আপাতত এক বছর কোনও পার্টি করবেন না। শুধু আয়ুর্বেদিক সেবন করে যান৷ মনে করুন এক বছর উপবাস পালন করছেন। তাহলেই আপনি, আপনার পরিবার আর সমাজ সুস্থ থাকবে।’’ ঘরোয়া পথ্যের উপরেও জোড় দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি৷ তিনি বলেন, ‘‘প্রত্যেক পুজোয় আমরা তুলসী পাতা ব্যবহার করে থাকি৷ তুলসীপাতা আমাদের প্রসাদ হিসাবে দেওয়া হয়৷ তুলসীর অনেক গুণ আছে৷ আবার আমরা একই উদ্দেশে ‘পঞ্চমৃত’-তে গোমূত্র এবং গোবর ব্যবহার করে থাকি৷’’ তাঁর কথায়, ‘আমরা গরুর দুধ খাই, গোমূত্র খাই, আর সুস্থ থাকি৷’’
এদিন নাম না করেই তৃণমূলকে গাধার সঙ্গে তুলনা করেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘‘তোমরা বোতল ভরে মদ খাও৷ আমরা গোমূত্র খেয়েই ভালো থাকব৷ তবে গাধারা গরুর কথা বুঝবে না৷’’ প্রসঙ্গত, এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করে হাসির খোরাক হয়েছিলেন এই বিজেপি নেতা৷ গত বছর নভেম্বরে তিনি বলেছিলেন, ‘গরুর দুধে সোনা পাওয়া যায়৷ আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গোরুর দুধের রং সোনালি হয়।’’ তাঁর এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতে ট্রল হন তিনি৷ তবে সে সবে পাত্তা না দিয়ে, ফের পুরনো ফর্মে ফিরলেন দিলীপ ঘোষ৷