১ দিনে করোনা আক্রান্ত ২ হাজার, সংক্রমণে নয়া রেকর্ড বাংলায়

১ দিনে করোনা আক্রান্ত ২ হাজার, সংক্রমণে নয়া রেকর্ড বাংলায়

imagesmissing

কলকাতা: বাংলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক নয়৷ ফলে নতুন করে রাজ্যে লকডাউন বিধি কার্যকর করার কোনও পরিকল্পনা নেই রাজ্যের৷ আজ নবান্নে দাঁড়িয়ে এমনই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যসচিব৷ নবান্নে মুখ্যসচিবের এই ঘোষণার পর রাজ্যে স্বাস্থ্য দফতরের মেডিকেল বুলেটিনে করোনা সংক্রমণের আরও এক দফায় রেকর্ড তৈরি করেছে৷

রাজ্যের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৯৮ জন৷ সব মিলিয়ে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২০৯ জন৷ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের৷ এখনও পর্যন্ত ১০৭৬ জনের মৃত্যু হয়েছে৷ এখনও পর্যন্ত চিকিৎসা চলছে ১৫ হাজার ৫৯৪ জনের৷ সংক্রমণের তুলনায় রাজ্যের সুস্থতার হার ৫৮.৫৪ শতাংশ৷

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যসচিব৷ জানান, করোনা সুরক্ষা বিধি মালা প্রয়োজন৷ যেখানে তা লঙ্ঘিত হচ্ছে, সেখানে বাড়ছে করোনা৷ কলকাতা সহ বেশ কয়েকটি আরও সমন্বয়ে জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যসচিব৷ করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেও আশ্বাস্ত করেছেন তিনি৷ রাজ্যে লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন৷ যত পরীক্ষা হবে, ততো করো না সংক্রমণ ধরা পড়বে৷ রাজ্যে আপাতত লকডাউন বাড়ানোর পরিকল্পনা নেই৷ তবে কিছু কনটেনমেন্ট জোনে নজরজারি ও কড়াকড়ি থাকবে৷ মুখ্যসচিব জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের করোনা চিকিৎসাধীন ১৪ হাজারের বেশি৷ যে বিধি লঙ্ঘন হচ্ছে, সেখানে বেশি সংক্রমণ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷

নবান্ন থেকে মুখ্যসচিব বলেন, ‘‘আক্রান্তের সংখ্যা বাড়লে আতঙ্কিত হবেন না৷ আমরা প্রস্তুত রয়েছি৷ করোনার থেকেও দ্রুত গতিতে আমরা কাজ করছি৷আমি আবারও বলছি, যে গতিতে করোনা বাড়ছে, তার থেকে বেশি গতিতে আমরা কিন্তু আমাদের ব্যবস্থা করছি৷ সেটা সঙ্গে বেসরকারি ক্ষেত্রে যুক্ত রয়েছে৷ ফলে আমাদের মধ্যে কোনও সংকট পরিস্থিতি তৈরি হয়নি৷ এই মুহূর্তে আমাদের লকডাউন মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই৷ আমরা যেটা ভাবছি, কনটেনমেন্ট জোনে আমরা লকডাউন করব৷ ব্যাপকভাবে লকডাউনের আপাতত সেরকম কোনও পরিস্থিতি আসেনি৷ সে রকম কোনো পরিকল্পনা নেই৷ কিন্তু কনটেনমেন্ট জোনের ভেতরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে৷ নিয়ন্ত্রণ থাকবে৷ অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আর কিছু ছাড় দেওয়া হবে না৷ এটাই চলবে৷ আপাতত কোনও পরিকল্পনা নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *