কলকাতা: আজ থেকে ২৭ বছর আগে, ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবিতে আন্দোলন করেছিল যুব কংগ্রেস। তৎকালীন যুব কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকরণ অভিযানের স্লোগান ছিল, ‘সচিত্র ভোটার কার্ড ছাড়া ভোট নয়।’ সেই সময় নির্বাচন কমিশনের রাজ্য দফতর ছিল মহাকরণেই। ওই আন্দোলনকে কেন্দ্র করেই শুরু হয়েছিল সংঘর্ষ৷ এরপর পুলিশের গুলিতে যুব কংগ্রেসের ১৩ জন কর্মীর মৃত্যুর পরে এই দিনটি শহিদ দিবস হিসাবে পালন করে আসছেন তৃণমূল সুপ্রিমো৷
ক্ষমতায় আসার পরই ২০১১ সালের ৮ অগাস্ট ওডিশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ‘২১ জুলাই কমিশন’ গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুশান্ত চট্টোপাধ্যায়ের ওই রিপোর্ট তুলে ধরে এদিন তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানান বাম নেতারা৷ বামেদের দাবি, তদন্ত রিপোর্টে কমিশনের চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ‘‘২১ জুলাই যে ১৩ জনের মৃত্যু হয়েছিল, তাঁদের মধ্যে একজনের গায়ে গুলির কোনও আঘাতই মেলেনি৷ সেই ব্যক্তির মৃত্যুর কারণ ‘সিরোসিস অফ লিভার’৷ সাধারণত এই রোগটি বেপরোয়া মদ্যপানের জন্য হয়৷ আর বেপরোয়া মদ্যপান দুষ্কৃতীদের পরিচিত বৈশিষ্ট্য৷’’ কমিশন গঠনের পর ডাক পড়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুর। কিন্তু সেদিনের অভিযানের মুখ্য উদ্যোক্তা মমতা বন্দ্যোপাধ্যায় কে কেন ডাকা হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন বামেরা৷
‘শহীদ’ সমাবেশ??
কারা এসেছিলেন ১৯৯৩সালের ২১শে জুলাই???
খোদ তৃণমূল সরকারের প্রথম বিদ্যুৎমন্ত্রী, বর্তমানে তৃণমূলের রাজ্যসভা সদস্য মণীশ গুপ্ত’র দেওয়া রিপোর্টই বলছে: ‘সেদিন ‘বহু সশস্ত্র দুষ্কৃতী (অ্যান্টিসোশ্যাল) নেশাগ্রস্ত অবস্থায় জড়ো হয়েছিল।’#21JulyGreatLie
+Thread pic.twitter.com/STjDlVO7k5— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) July 20, 2020