২১ জুলাই: সারাজীবন ফ্রিতে রেশন-স্বাস্থ-শিক্ষা দেওয়ার ভার্চুয়াল ঘোষণা মমতা

২১ জুলাই: সারাজীবন ফ্রিতে রেশন-স্বাস্থ-শিক্ষা দেওয়ার ভার্চুয়াল ঘোষণা মমতা

 

কলকাতা: নজরে ২০২১ সালের বাংলা বিধানসভা নির্বাচন৷ নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই শহিদ দিবস পালন৷ করোনা পরিস্থিতির মধ্যে আজ ভার্চুয়াল জনসভার মাধ্যমে দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এ বছর আমরা দুঃখিত৷ মর্মাহত৷ কারণ, এবার ধর্মতলায় শহিদ স্মরণ করা গেল না৷ কিন্তু আগামী বছর বাংলার মানুষ আশীর্বাদ নিয়ে ঐতিহাসিক জনসভা করা হবে৷ আজ এখান থেকেই সেই ভীত তৈরি হচ্ছে৷

এদিন সভার শুরুতেই দলনেত্রী দেশ ও রাজ্যের সমস্ত শহিদদের প্রতি শ্রদ্ধা জানান৷ শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি৷ ভারত-চিন সীমান্ত উত্তেজনায় শহিদ জাওয়ানদের প্রতিও জানান শ্রদ্ধা৷ একই সঙ্গে করোনায় মৃতদের প্রতিও সম্মান জানান তৃণমূল সুপ্রিমো৷ আমফানে ক্ষতিগ্রস্ত ও মৃতদের প্রতি সমবেদনা জানান মমতা৷ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া হবে৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের সরকার করোনার আগে থেকেই ফ্রিতে রেশন দিচ্ছে৷ লকডাউন ঘোষণা হওয়ার আগে থেকেই ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে৷ আমরা তো আগামী এক বছর ফ্রিতে রেশন দেবে বলেছিলাম৷ আমরা যদি, পরবর্তীতে আবার সরকারে আসি, তাহলে বলে দিচ্ছি, সারা জীবন ফ্রিতে রেশন, ফ্রিতে স্বাস্থ্য, ফ্রিতে শিক্ষা পাওয়া যাবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *