কলকাতা: ২১ জুলাই শহিদ স্মরণে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই তিনি ২১ জুলাইয়ের শহিদদের পাশাপাশি চিন সীমান্তে শহিদ জওয়ান, করোনার মৃত সকলকে স্মরণ করেন। বক্তব্যের শুরুতেই তিনি আমফান ও রেশন ইস্যুতে বিরোধীদের অভিযোগ নিয়ে সরব হন। তিনি জানিয়েছেন, ক্ষমতায় থাকলে সারা জীবনের জন্য দরিদ্রদের রেশন বিনামূল্যে করে দেবেন।
ভার্চুয়াল জনসভায় তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায় জানান, সাড়ে ছয় হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে । এখনও বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত এখনও ক্ষতিপূরণ পাননি। তিনি জানিয়েছেন, আমফানে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা চিন্তা করবেন না, তাঁরা ঠিক ক্ষতিপূরণ পাবেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবার এসেছিলেন। এক হাজার কোটি টাকা তিনি দিয়েছিলেন। তা ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের দিতে চলে গিয়েছে। আমফানে যাঁদের বাড়ির সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, তাঁদের ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। যাঁদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁরা পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।
এরপরেই রেশন নিয়ে মন্তব্য করেন। বিরোধীরা বার বার রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, লকডাউন ঘোষণার আগেই বাংলা বিনামূল্যে রেশন দেওয়ার কথা জানানো হয়েছে। একটা দুটো রেশন নিয়ে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তাই নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। লকডাউনে খাদ্য সাথী ছিল ৬ কোটি। আরও দুই কোটি বাড়িয়ে আট কোটি করা হয়েছে। করোনার আবেহর জেরে যাঁরা বাইরে থেকে এসেছেন এবং যাঁদের কার্ড নেই তাঁদের অতিরিক্ত কুপন দিয়ে ১০ কোটি করা হয়েছে। তিনি মন্তব্য করেছেন, আগামী ২১ জুন পর্যন্ত রাজ্যের দরিদ্র মানুষ বিনামূল্যে রেশন পাবেন। যদি তিনি ক্ষমতায় আসেন সারা জীবনের জন্য রেশন পাবেন বলেও উল্লেখ করেন। তিনি জানান, বাংলা দরিদ্র মানুষের জন্য রেশনের যে ব্যবস্থা করেছেন। দেশের কোনও রাজ্য দরিরদ্রদের কথা চিন্তা করে সেই ব্যবস্থা করা হয়নি।