আগামী ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, সিদ্ধান্ত ব্যাঙ্কার্স কমিটির

আগামী ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, সিদ্ধান্ত ব্যাঙ্কার্স কমিটির

কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাপ্তাহিক লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার৷ রাজ্যজুড়ে সম্পন্ন লকডাউনের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন৷ রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা হওয়ার পর এবার ব্যাংক পরিষেবার ক্ষেত্রেও নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ আগামী ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কার্স কমিটির৷

করোনা সংক্রমণে কথা মাথায় রেখে আগামী ৩ দিন লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা৷ আগামীকাল, শনিবার ও আগামী বুধবার বন্ধ থাকবে ব্যাংক৷ রাজ্যের তরফ ইতিমধ্যেই চলতি সপ্তাহে দুদিন ও আগামী সপ্তাহে একদিন রাজ্যজুড়ে সম্পন্ন লকডাউনের ঘোষণা করা হয়েছে৷ এর আগেও দীর্ঘ লকডাউন আবহে ব্যাংক পরিষেবা স্বাভাবিক ছিল৷ কিন্তু আনলক পর্বে বেশ কয়েকজন ব্যাংক কর্মী করোনা আক্রান্ত হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে৷ তারপর থেকে দাবি উঠেছিল ব্যাংকের সময়সীমা কিছুটা কমানোর৷ ইতিমধ্যেই প্রতি শনিবার ও রবিবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়৷ একইসঙ্গে ব্যাংকের কাজের সময় কমিয়ে আনা হয়৷ কিন্তু করোনা পরিস্থিতি যে হারে বাড়ছে, তাতে আর ঝুঁকি নিতে নারাজ ব্যাংক কর্তৃপক্ষ৷

রাজ্যের ব্যাংকার্স কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী তিনদিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে৷ সম্পুর্ণ লকজাউনে ৩ দিন ব্যাংক বন্ধ থাকলে গ্রাহকরা পরিষেবা থেকে বঞ্চিত হবেন না৷ ব্যাংক বন্ধ থাকলে সংক্রমণ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে৷ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক আগামী ২৩, ২৫, ২৯ জুলাই পরিষেবা বন্ধ রাখছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =