মমতাকে ‘কুরুচিকর’ মন্তব্য, রাহুল সিনহার বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ

২১ জুলাই শহিদ স্মরণে ভার্চুয়াল সভাকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের তরজা চরমে পৌঁছেছে। দু’দিন আগে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপি-কে কটাক্ষ করেছেন সভা থেকে। তার প্রতিক্রিয়ায় মুখ খোলেন রাহুল সিনহা। তবে তিনি যে মন্তব্য করেছেন, তা কুরুচিকর বলে দাবি তৃণমূল শিবিরের। শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে রাহুল সিনহার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বর্ধমানের তৃণমূল নেত্রী শঙ্করী দে, মণিকা মণ্ডলরা।

কলকাতা: ২১ জুলাই শহিদ স্মরণে ভার্চুয়াল সভাকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের তরজা চরমে পৌঁছেছে। দু’দিন আগে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপি-কে কটাক্ষ করেছেন সভা থেকে। তার প্রতিক্রিয়ায় মুখ খোলেন রাহুল সিনহা। তবে তিনি যে মন্তব্য করেছেন, তা কুরুচিকর বলে দাবি তৃণমূল শিবিরের। শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে রাহুল সিনহার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বর্ধমানের তৃণমূল নেত্রী শঙ্করী দে, মণিকা মণ্ডলরা।

২১ জুলাই সভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পরই বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয় নয়া জল্পনা। তাঁর মন্তব্যকে ‘কুরুচিকর’ বলে মন্তব্য করে তৃণমূল শিবির। তবে সেখানেই থেমে নেই পুরো বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের জেরে ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বর্ধমান থানায় অভিযোগও দায়ের করেছেন শঙ্করী দে, মণিকা মণ্ডলের মতো জেলার তৃণমূল নেত্রীরা। তাঁদের কথায়, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যে ভাষা প্রয়োগ করা হয়েছে, তা রাজ্যবাসীর কাছেও অপমানজনক। কোনও রুচিশীল, ভদ্র মানুষের পক্ষে এই ধরনের ভাষা প্রয়োগ করা সম্ভব নয়। তাই আমরা বিজেপি নেতা রাহুল সিনহার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।'

অন্যদিকে একই চিত্র ধরা পড়েছে নদিয়া জেলার রানাঘাট এলাকায়। পায়রাডাঙা অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে বুধবার রানাঘাট থানায় বিজেপি নেতা রাহুল সিনহার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এমনকী, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ওই ধরনের মন্তব্যের জবাব দিতে আরও বড় আন্দোলনের পথ গ্রহণ করতে পারে তৃণমূল শিবির, এমনও কানাঘুষো শোনা যাচ্ছে।

করোনার জেরে ২১ জুলাই শহিদ স্মরণ সভা অন্যান্য বছরের মতো ধর্মতলায় অনুষ্ঠিত হয়নি। তার পরিবর্তে ভার্চুয়াল সভার আয়োজন করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতি বুথে বুথে অংশ নিয়েছিলেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। সেদিনের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রাহুল সিনহার মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =