মাধ্যমিকের স্ক্রুটিনি-রিভিউয়ে বিভ্রান্তি, প্রশ্নের মুখে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ

ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী প্রশ্ন তোলেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যদি অনলাইনে রিভিউ বা স্ক্রুটিনির আবেদন জানাতে পারে, তাহলে এই করোনা পরিস্থিতিতে কেন মাধ্যমিক পরীক্ষার্থীরা অনলাইনে সেই আবেদন করতে পারবে না?’

060e1345c1ebbfef3056dff42315f128

 

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশও করেছে রাজ্য উচ্চশিক্ষা পর্ষদ। কিন্তু বোর্ডের নির্দেশ থাকায়, স্কুলে যেতে না পারায়, স্ক্রুটিনি করাতে পারেনি মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীরা। তাই অনলাইনে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানাল শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।

উচ্চশিক্ষা পর্ষদের নির্দেশানুযায়ী, স্কুল পড়ুয়াদের বদলে তাদের অভিভাবকরা মার্কশিট নিতে স্কুলে গিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, যে সমস্ত ছাত্রছাত্রী মার্কশিট পাওয়ার পর স্ক্রুটিনি করতে চায়, তাদের স্কুলে গিয়ে একটি ফর্ম জমা করতে হয়। অথচ এবছর স্কুলে যেতেই পারেনি তারা। তাই স্ক্রুটিনি করানোও সম্ভব হয়ে ওঠেনি। এমনকী, এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। একাধিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দাবি, অভিভাবকরা জানতে চাইছেন এ বিষয়ে তাঁদের সন্তানদের হয়ে তাঁরা যদি ফর্ম জমা দেন তাহলে তা কার্যকর করা হবে কি না! কিন্তু এ বিষয়ে পূর্বনির্ধারিত কোনও নির্দেশ না থাকায় স্কুলের শিক্ষকরা কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না। 

আরও পড়ুন: লাগবে না বোর্ড পরীক্ষার মার্কস, NIT ও CFTI ভর্তির মাপকাঠি শিথিল করল কেন্দ্র

কয়েকটি স্কুলের পক্ষ থেকে স্ক্রুটিনি করতে চাওয়া পড়ুয়াদের নাম এবং ফোন নম্বর নেওয়া হয়েছে, যাতে যদি এ সংক্রান্ত কোনও নোটিশ আসে তাহলে দেরি না করে যত দ্রুত সমস্যার সমাধান করা যায়। ‘কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস’ এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ‘যারা স্ক্রুটিনি করতে চায়, তারা বিভ্রান্ত হচ্ছে। ওই পরীক্ষার্থীরা যাতে দ্রুত আবেদন করতে পারে, তার জন্য উচ্চশিক্ষা পর্ষদের কাছে অনুরোধ করছি। পর্ষদ যত দ্রুত সম্ভব এর ব্যাখ্যা দিক।’ 

আরও পড়ুন: বর্ধিত স্কুল-ফি: কড়া নির্দেশ হাইকোর্টের, নয়া নির্দেশিকা রাজ্যের

এরপরেই, শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী প্রশ্ন তোলেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যদি অনলাইনে রিভিউ বা স্ক্রুটিনির আবেদন জানাতে পারে, তাহলে এই করোনা পরিস্থিতিতে কেন মাধ্যমিক পরীক্ষার্থীরা অনলাইনে সেই আবেদন করতে পারবে না?’ এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কোনও প্রতিক্রিয়া দেননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *