‘করোনা মুক্ত’ চিনের বাজারে ফের শুরু বাদুড়-কুকুর বিক্রি, তুঙ্গে চাহিদা

‘করোনা মুক্ত’ চিনের বাজারে ফের শুরু বাদুড়-কুকুর বিক্রি, তুঙ্গে চাহিদা

6bb0028310d694c63056c35f9e460411

বেজিং: কয়েক মাস থেকেই গোটা বিশ্বের কাছে আতঙ্ক করোনা ভাইরাস। হিমসিম খাচ্ছে তাবড় তাবড় দেশ। করোনা ভাইরাস কোভিড ১৯-এর কোন জায়গা থেকে সারা বিশ্বে ছড়িয়েছে, সেই কথা কারওই অজানা নয়। তবে গোটা দুনিয়ার কাছে বিস্ময়ের খবর হল, চিনের উহানের যে 'ওয়েট মার্কেট' থেকে করোনার উৎপত্তি বলে দাবি করা হয়েছে, সেখানে ফের চালু হয়েছে বাদুড়, প্যাঙ্গোলিন, কুকুর বিক্রির বাজার।

কেউ বলেন চিনা ভাইরাস, কেউ আবার উহান ভাইরাসও বলেন। কোভিড ১৯-এর যে উহানের সি-ফুড বাজার থেকে ছড়িয়েছে, সে দাবি অনেক আগেই উঠেছে। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) কোভিড ১৯-এর সম্ভাব্য কেন্দ্রস্থল হিসেবে উহানের একটি সি-ফুড মার্কেটের কথা বলেছে। বিজ্ঞানী থেকে শুরু করে চিকিৎসকসহ বিশেষজ্ঞমহল ইতিমধ্যেই চিনের 'ওয়েট মার্কেট' বন্ধ করার দাবি জানিয়ে এসেছে। গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে যা ত্রাস, সেই 'ওয়েট মার্কেট;' ফের চালু হয়েছে বলেই সংবাদসূত্রে দাবি করা হয়েছে। দেদার বিক্রি হচ্ছে বাদুড়, প্যাঙ্গোলিন প্রভৃতি। সূত্রের খবর, স্থানীয় এক বাসিন্দা বলেন, 'এখানে সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে, মহামারী শেষ হয়ে গেছে। এখানে ওসব নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই। সবাই জানে, এটা এখন একটা বিদেশি সমস্যা।'

পুনরায় 'ওয়েট মার্কেট' চালু হওয়ার বিষয়টিকে ভালভাবে দেখছে না বিশ্ববাসী। হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনা ঘটার পরও চিন কীভাবে এই বাজার চালু করার সাহস পায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবিলম্বে পদক্ষেপ করার কথাও বলা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন গত সপ্তাহে এর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, 'বিশ্ববাসীর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে উহানের ওয়েট মার্কেট। বাদুড় বা প্যাঙ্গোলিন জাতীয় প্রাণী থেকেই কোভিড ১৯ সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। অথচ চিনের বাজারে এখনও সেই সব জীবজন্তু বিক্রি বন্ধ হয়নি। দ্রুত এই বাজারগুলি বন্ধ না হলে আরও বড় বিপদ হতে পারে।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *