মোদীর দরবারে নালিশ মমতার! নমোকে প্রশংসা করে ধনকরকে নিশানা

মোদীর দরবারে নালিশ মমতার! নমোকে প্রশংসা করে ধনকরকে নিশানা

c71be5e4cd0baceb3aa2538f26a54a39

 

কলকাতা: নাম না করে এবার রাজ্যে সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কাছে নালিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী৷ সেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসা করে রাজ্যপালের নাম না করে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর কোনরকম অসহযোগিতা এখনো পর্যন্ত দেখিনি৷ মাঝে মধ্যেই তিনি আলোচনা করছেন৷ অথচ সাংবিধানিক পদে থেকে কেউ কেউ অসহযোগিতা করছেন৷ এটা কখনই উচিত নয়৷ নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কাছে নালিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রীকে৷ তিনি করোনা নিয়ে বহু আলোচনা করেছেন৷ আমি এখনও পর্যন্ত দেখিনি প্রধানমন্ত্রী কোন সহযোগিতা করেছেন৷ কেউ কেউ দেখছি, অসহযোগিতা করছেন৷ কেউ সাংবিধানিক দায়িত্ব থেকেও প্রতিদিন রাজ্য সরকারকে সহযোগিতা করছেন৷ বিরক্ত ফেলেছেন৷ এটা ঠিক হচ্ছে না৷ আমরা চাই, কেন্দ্র সরকার ও রাজ্য সরকার নির্বাচিত সরকার৷ আমরা একসঙ্গে কাজ করছি৷ আমাদের সমস্ত অফিসাররা একসঙ্গে মিলে কাজ করছেন৷ আমরা সবাই একসঙ্গে কাজ করছি৷ কিন্তু, কেউ কেউ আবার এটা করছেন না৷’’

পর্যবেক্ষক মহলের ধারণা, বাংলার সাংবিধানিক পদে থেকে অসহযোগিতা প্রসঙ্গে রাজ্যপালের দিকেই কার্যত নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম না করে প্রধানমন্ত্রীর কাজে গোটা বিষয়টি তুলে ধরে কার্যত ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *