নিখোঁজ করোনা পজিটিভ চিকিৎসক, পরে ভর্তি হাসপাতালে

নিখোঁজ করোনা পজিটিভ চিকিৎসক, পরে ভর্তি হাসপাতালে

ab52481d7e2358bea2ca1d9dee830f55

দুবরাজপুর:  রাজ্যের করোনা পরিস্থিতির ক্রমে অবনতি হতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল  প্রশাসন। সব থেকে সমস্যা দেখা দিয়েছে, সাধারণ মানুষের সচেতনার অভাব। এবার  অবিবেচকের মতো কাজ করল বীরভূমের এক চিকিৎসক। করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর থেকে বেশ কয়েক ঘণ্টা নিখোঁজ হয়ে যান চিকিৎসক৷

করোনা আক্রান্ত বীরভূমের মহম্মদবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক।  জানা গিয়েছে, আক্রান্ত হওয়ার পর থেকে তিনি নিখোঁজ। চিকিৎসকের বাড়িওয়ালা জানিয়েছেন,  তাঁর করোনা আক্রান্তের খবর জানাজানি হতেই প্রাচীর টপকে মোটরবাইক চড়ে উধাও হয়ে যান।  পুলিশ সূত্রে খবর, সিউড়ি ও মহম্মদবাজারের একাধিক চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতেন ওই চিকিৎসক। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায়, ওই সমস্ত চেম্বার ও সংলগ্ন দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ। পরে, গোটা খবর ছড়িয়ে পড়ার পর নিজে গিয়ে হাসপাতালে ভর্তি হন ওই চিকিৎসক৷

পশ্চিমবঙ্গে করোনা হটস্পট করার সম্ভাবনা দেখা দিয়েছে। যে হারে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে,  দ্রুত দেশের করোনায় হটস্পটে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও রয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও বিহার। মূলত তিনটি বিষয়কে সামনে রেখে হটস্পট চিহ্নিত করা হচ্ছে। এই তিনটি ফ্যাক্টর হল কেস পজিটিভিটি রেট, নয়া কেসের বৃদ্ধি ও টেস্ট প্রতি মিলিয়ন জনসংখ্যার জন্য। এই তিনটি ক্ষেত্রেই বাংলা অনেকটা এগিয়ে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। ভারতে প্রথম করোনার তিনটি হটস্পট মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লিতে এই তিনটি ফ্যাক্টরের ওপর গড়ে উঠে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *