ইদের উৎসবে লকডাউন ছাড়? বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে লকডাউন! আজ ফয়সালা

ইদের উৎসবে লকডাউন ছাড়? বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে লকডাউন! আজ ফয়সালা

8621f3e5079e03670c5aed7a52890e81

 

কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাপ্তাহিক লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার৷ নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বুধবার অর্থাৎ ২৯ জুলাই বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে লকডাউন ঘোষণা করা হয়েছে৷ অগাস্ট মাসে সপ্তাহিক লকডাউন কবে হবে তা এখনও স্পষ্ট করা হয়নি৷ অগাস্ট মাসের শুরুতে রয়েছে ইদ৷ আর ইদের উৎসবের কথা মাথায় রেখে চলতি সপ্তাহে লকডাউন কি একদিন হবে?  নাকি দু’দিন হবে? গোটা বিষয়টি সিদ্ধান্ত নিতে আজ নবান্নে বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- মোদীর দরবারে নালিশ মমতার! নমোকে প্রশংসা করে ধনকরকে নিশানা

এর আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বাংলায় কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ হচ্ছে বলে জানিয়ে সপ্তাহিক লকডাউনের ঘোষণা করেন৷ ইতিমধ্যেই দু’দিন রাজ্যে লকডাউন হয়ে গিয়েছে৷ আগানী ২৯ জুলাই বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে লকডাউন হওয়ার কথা৷ নবান্নের ঘোষণা অনুযায়ী অগাস্ট মাস পর্যন্ত সপ্তাহে দু’দিন রাজ্যজুড়ে লকডাউন হওয়ার কথা৷ কিন্তু, অগাস্টের সপ্তাহিক লকডাউন কবে? তা এখনও ঘোষণা করা হয়নি৷

আরও পড়ুন- UGC-কে বলুন পরীক্ষা বাতিল করতে, মোদীকে পারমর্শ মমতার, টুইট-যুদ্ধে ধনকর-পার্থ

আগামী শনিবার ইদ৷ শনিবার লকডাউনের সম্ভাবনা কার্যত নেই৷ এছাড়াও ইদের আগের দিন শুক্রবার উৎসবের আগে কেনাকাটা চল রয়েছে৷ সেক্ষেত্রেও ইদের আগের দিন লকডাউনের সম্ভাবনা কম৷ ফলে, ইদের কথা মাথায় রেখে লকডাউনে মিলতে পারে ছাড়! যদিও আজ বিকালে সরকারের অবস্থান চূড়ান্ত করতে পারেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- ‘অবিলম্বে বাংলার বকেয়া টাকা মিটিয়ে দিন’, ফের মমতায় নীরব মোদী

যদি শুক্রবার ও শনিবার ছাড় দেওয়া হয়, সে ক্ষেত্রে বৃহস্পতিবার লকডাউনের সম্ভাবনা থাকছে৷ তাহলে বুধবার ও বৃহস্পতিবার পরপর দু’দিন আদৌও কি লকডাউন করা সম্ভব? নাকি চলতি সপ্তাহে শুধুমাত্র বুধবার বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে লকডাউন থাকবে, এই নিয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত তথ্য পাওয়া যায়নি৷ বিভ্রান্তি কাটাতে আজ প্রশাসনিক কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী৷ আজ বিকেল ৪টের পর সাংবাদিক বৈঠক করে সপ্তাহের লকডাউন প্রসঙ্গে সরকারের অবস্থান জানাতে পারেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন- শারীরিক সমস্যা হারিয়ে ১.৫ ফুটের দেবার্ণিতা আজ কলেজমুখী, প্রবল ইচ্ছাশক্তির জয়

যদিও, বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে কেন লকডাউন বাংলায়? মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে SUCI৷ এই বিষয়ে এসইউসিআই(সি) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে লকডাউনের দিন বদল করে ২৯ জুলাই বিদ্যাসাগরের তিরোধান দিবস পালনের অনুমতি চেয়েছেন৷ তিনি চিঠিতে লিখেছন, ‘রাজ্যের সর্বত্র ছাত্র-শিক্ষক-অভিভাবক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ  বিদ্যাসাগরের মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান সমেত নানা অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্মরণ করবেন৷ স্বাস্থ্য-বিধি ও নির্দ্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাঁরা যাতে এই অনুষ্ঠান করতে পারেন, তার জন্য আগামী সপ্তাহের লকডাউন ২৯ তারিখের পরিবর্তে অন্য কোনওদিন করার ঘোষণা করার আবেদন করছি৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *