কলকাতা: আনুষ্ঠানিকভাবে স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হলেও তা দীর্ঘদিন ধরে থমকে রয়েছে৷ করোনা আবহে সেই পরিস্থিতি আরও জটিল হয়েছে৷ সোমবার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে লকডাউনের জেরে বদলির আবেদন জানানো প্রার্থীদের পক্ষে স্কুল সার্ভিস কমিশনের দফতরে এসে বদলির সুপারিশপত্র সংগ্রহ করতে আসা সম্ভব নয়৷ এই মুহূর্তে ডাক ব্যবস্থাও সম্পূর্ণ উপলব্ধ নয়৷
আরও পড়ুন- মাধ্যমিকের খাতা রিভিউ-স্ক্রুটিনির নিয়ম বদল পর্ষদের, রেজিস্ট্রেশনেও বড় বদল
পরবর্তী পদক্ষেপের জন্য বদলির সুপারিশগুলি কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com –এ আপলোড করা শুরু করল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন৷ গত মধ্যে ২৪ জুলাইয়ের মধ্যে যাঁরা বদলির জন্য আবেদন করেছিলেন, তাঁরা এই বিষয়ে তাঁদের শংসাপত্র কমিশনের ওয়েবসাইটে থেকে সংগ্রহ করতে পারবেন৷ বলা হয়েছে, আবেদনকারীরা দুটি কপি ডাউনলোড করতে পারবেন৷ একটি নিজের জন্য এবং একটি স্কুলের জন্য৷
আরও পড়ুন- আগস্ট থেকে স্কুলে হাজিরার নির্দেশ, ক্ষোভে ফুঁসছে শিক্ষক-শিক্ষাকর্মী মহল
আরও পড়ুন- স্কুল শিক্ষকদের জন্য সুখবর, শুরু নাম নথিভুক্ত করার কাজ
এর আগে গত ১৪ জুলাই জারি করা বিজ্ঞপ্তিতে কমিশনের তরফে বলা হয়েছিল বদলির শংসাপত্র সংগ্রহ করার জন্য আবেদনকারীকে প্রথমে কমিশনের ওয়েবসাইটে যেতে হবে৷ সেখানে বদলি প্রক্রিয়া সংক্রান্ত নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করার পর ফাইল নম্বর ও প্রার্থীর নাম স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাখিল করতে হবে৷ এরপর অনলাইনে শংসাপত্র ডাউনলোড করা যাবে৷ দুটি শংসাপত্র ডাউনলোড করে রাখতে হবে৷
আরও পড়ুন- বন্ধ স্কুল, সিলেবাসের চাপ কমাতে পদক্ষেপ নিচ্ছে শিক্ষা দফতর
একটি শংসাপত্র নিজের কাছে রেখে, বাকি স্কুলকে দিতে হবে৷ এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ আজ সন্ধ্যা থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন৷ তবে, আপস ও সাধারণ বদলি সংক্রান্ত কোনও তথ্য এখনও দেয়নি কমিশন৷ নতুন করে কোনও আবেদন জনা নেওয়া হবে কি না, তাও উল্লেখ করেনি কমিশন৷ http://wbsschelpdesk.com/sscorg/wbssc/specialtransfer/searchResult/ এই লিঙ্ক থেকে সরাসরি শংসাপত্র সংগ্রহ করা যাবে৷ ফাইল নম্বর ও নাম লিখলেই চলে আসছে শংসাপত্র৷