কলকাতা: বাংলার সাপ্তাহিক লকডাউন ঘোষণা ঘিরেও বিভ্রান্তি৷ লকডাউনের দিনক্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে দু’বার ঘোষণার পর রাতারাতি বদলে গিয়েছে সেই সূচি৷ মঙ্গলবার বিকালে দু’বার সাংবাদিক বৈঠক করে ৯ দিন সম্পূর্ণ লকডাউনের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাত ৯টা ৫০ নাগাদ রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে টুইট করে ৯ দিনের লকডাউন সূচি দু’দিন কমিয়ে ৭ দিনের সম্পূর্ণ লকডাউনের দিনক্ষণের কথা ঘোষণা করা হয়৷ কিন্তু, সপ্তাহিক লকডাউনের দিন ঘোষণা ঘিরে নবান্নের অন্দরে কেন এই বিভ্রান্তি? প্রশ্ন বিরোধী শিবিরের৷
মঙ্গলবার বাংলায় লকডাউনের মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ প্রতি সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা হয়৷ সেইমতো আগামী মাসের ৭ দিন পুরো লকডাউন কার্যকর হবে বাংলায়৷ যদিও মঙ্গলার বিকালে সাংবাদিক বৈঠক করে প্রথমে ১০ দিন সম্পূর্ণ লকডাউনের সূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ প্রথম ঘোষণার পর দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করে ৯ দিনের সম্পূর্ণ লকডাউনের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷
Respecting the sentiments of the people we are withdrawing complete lockdown announcement for 2 August and 9 August(2/2)
— HOME DEPARTMENT – GOVT. OF WEST BENGAL (@HomeBengal) July 28, 2020