জাতীয় শিক্ষানীতি: যতটা গর্জেছিল, ততটা বর্ষালো না তৃণমূল, ‘নকল’ প্রতিক্রিয়া পার্থর

জাতীয় শিক্ষানীতি: যতটা গর্জেছিল, ততটা বর্ষালো না তৃণমূল, ‘নকল’ প্রতিক্রিয়া পার্থর

72c8640e1fbc39de4f45b66bf9d91b82

 

কলকাতা: ঢালঢোল পিটিয়ে বুধবার নয়া শিক্ষানীতির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ জাতীয় শিক্ষানীতি নিয়ে গোটা দেশ তথা বাংলাজুড়ে তৈরি হয়েছে বিতর্ক৷ মহামারীর আবহে সংসদে বিষয়টি না তুলে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ জাতীয় শিক্ষানীতির অনুমোদনের ৪৮ ঘণ্টা পর অবশেষে মুখ মুখলেন তৃণমূল মহাচিব পার্থ চট্টোপাধ্যায়৷ কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেও আগামী দিনে এর বিরোধীতা আদৌও করে হবে কি না, হলে কীভাবে হবে? তা নিয়ে বিস্তর কিছু জানাতে পারেননি তৃণমূল সহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ যদিও শিক্ষামন্ত্রীর পদে থেকে এই নিয়ে এখনও কোনও শব্দ খরচ করেননি তিনি৷

আরও পড়ুন- হতে পারে কলেজ পরীক্ষা, আরও পিছল UGC-র সুপ্রিম মামলার শুনানি

 

আজ তৃণমূল পার্টি অফিস থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ তোলেন পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষকমন্ত্রি হিসাবে নয়, তৃণমূল মহাসচিবের পদ থেকে পার্থ চট্টোপাধ্যায় জানান, কেন্দ্রের শিক্ষানীতির একাধিক বিষয়ে আপত্তি রয়েছে৷ বিদেশি শিক্ষানীতি পেস্ট করা হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি৷ রাজ্যকে অন্ধকারে রেখে শিক্ষানীতি তৈরি করার অভিযোগও তুলেছেন তিনি৷ জাতীয় শিক্ষানীতির ১২টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে৷ একাধিক বিষয়ে আপত্তি রাজ্যের৷ তবে এই বিষয়ে রাজ্য সরকার ঠিক কী পদক্ষেপ নেবে, দলগতভাবে পরবর্তী কর্মসূচি কী হবে, এখনও কিছু জানাতে পারেনি পার্থ চট্টোপাধ্যায়৷

আরও পড়ুন- ৪,১৮২টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে ONGC, সত্ত্বর আবেদন করুন

কেন্দ্রের শিক্ষানীতির বিরুদ্ধে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সরব হলেও শিক্ষামন্ত্রী হিসেবে কোনও শব্দ খরচ করেননি তিনি৷ জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সরব হলেও পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে কিংবা দলগতভাবে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি তিনি৷ গোটা বিষয়টি তৃণমূল ছাত্র পরিষদের হাতে তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি৷

জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা নিয়ে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত সেই অর্থে কোনও বিরোধিতা না এলেও পথে নেমে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সরব হয়েছে বাম ছাত্রসংগঠন এসএফআই৷ দূরত্ব বিধি মাথায় রেখে আজ বিশাল মিছিল করে এসএফআই৷ ‘জাতীয় শিক্ষানীতি থেকে সামাজিক দূরত্ব বজায় রাখুন’, মূলত এই শ্লোগান তুলে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ করে বাম-যুব ছাত্র সংগঠন৷ কেন সাংসদকে এড়িয়ে এই নীতি ঘোষণা করা হল, প্রশ্ন তুলেছে এসএফআই৷ এই একই অভিযোগব তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়৷ জানিয়েছেন, শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত৷ কিন্তু, রাজ্যকে অন্ধকারে রেখে এই নীতি তৈরি করা হয়েছে৷ যখন এই নীতির খসড়া প্রস্তুত করা হয়, তখন রাজ্যের কোন প্রতিনিধিকে ডাকা হয়নি বলেও জানিয়েছেন পার্থ৷

আরও পড়ুন- শিক্ষকদের জন্য জারি হচ্ছে নয়া নিময়, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- ইংরাজি তুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা শিক্ষাদান, বাম-পথে কেন্দ্রের শিক্ষানীতি

আরও পড়ুন- উচ্চশিক্ষার মাঝে নেওয়া যাবে দীর্ঘ বিরতি, লাটে মাধ্যমিক, এম ফিল! নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষায় আমূল বদল, কমছে দশমের গুরুত্ব, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- গুরুত্বহীন মাধ্যমিক, ৪ বছরে অনার্স, কলা-বিজ্ঞান মিশিয়ে নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- স্কুলশিক্ষায় আমূল বদল, গুরুত্বহীন মাধ্যমিক! নয়া শিক্ষানীতিতে অনুমোদন কেন্দ্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *