আলিপুরদুয়ার: বাঘের সংখ্যা বৃদ্ধিতে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান থেকে ছ’টি বাঘ আনা হচ্ছে রাজ্যে৷ তাদের নতুন ঠিকানা হবে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ৷ বাঘের সংখ্যা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য বন দফতর।
আরও পড়ুন- সুশান্তের মৃত্যু নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন আইনজীবী, মুখ খুললেন অঙ্কিতা
কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রধান রবিকান্ত সিনহা বলেন, ‘‘বাঘগুলি সুষ্ঠভাবে নিয়ে আসার বন্দোবস্ত করা হচ্ছে৷ বক্সা টাইগার রিজার্ভে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়াতে উদ্যোগী কেন্দ্র ও রাজ্যের বন দফতর। ৭৪৫ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠেছে এই অভয়ারণ্য৷’’ তিনি আরও বলেন, ‘‘সম্প্রতি আমাদের ক্যামেরায় দুটি বাঘের অস্তিত্ব চিহ্নিত হয়েছে বক্সায়। গভীর অঞ্চলে দেখা মিলেছে তাদের৷ কিন্তু বাঘের সংখ্যা আরও বাড়ানোই আমাদের লক্ষ্য৷” জানা গিয়েছে, কাজিরাঙা আর বক্সার পরিবেশ মোটামুটি এক। ফলে বক্সায় আসার পর ওই ছয়টি বাঘের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে কোনও অসুবিধা হবে না।’’
আরও পড়ুন- নয়া শিক্ষানীতি চাকরি-প্রার্থী নয়, চাকরিদাতা তৈরি করবে: নমো
বন দফতর সূত্রে খবর, ৭৪৫ বর্গ কিমি জুড়ে থাকা বক্সা টাইগার রিজার্ভ তরাই ও ডুয়ার্স বেষ্টিত। বক্সার ৩৯০ বর্গ কিমি জুড়ে থাকা গভীর জঙ্গলে রয়েছে বাঘ, হরিণ, বন্য শুয়োর৷ রয়েছে প্রায় ৭৩ রকমের স্তন্যপায়ী প্রজাতির বাস। সম্প্রতি বক্সা টাইগার রিজার্ভ এই স্তন্যাপায়ীদের নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি করেছে। জাতীয় বাঘ সংরক্ষণ সংগঠনের কাছে হস্তান্তর করা হয়েছে সেই ছবি।