ফের দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা, কাল থেকে বদলে যাচ্ছে আবহাওয়া

ফের দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা, কাল থেকে বদলে যাচ্ছে আবহাওয়া

কলকাতা: শ্রাবণে অদেখা বৃষ্টি৷ উল্টে ভরা বর্ষায় বাড়ছে গরম৷ তীব্র গরমে অস্বস্তিতে নাজেহাল সাধারণ জনতা৷ দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গে বর্ষা মুখ ফিরিয়ে ছিল৷ কিন্তু, এবার দক্ষিণবঙ্গের জন্য সুখবর দিয়ে ঘনীভূত হয়েছে নিম্নচাপ৷ আর তার জেরে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ রয়েছে সতর্কতা৷

আরও পড়ুন- ফের সাপ্তাহিক লকডাউনের দিন বদল, পাত্তা পেল না বিজেপি রাম-আর্জি

আরও পড়ুন- আমরা সব খেলে মানুষ কী পাবে? দলের বিরুদ্ধে সরব নন্দীগ্রামের তৃণমূল নেতা

আগামীকাল থেকে বদলে যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া৷ উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা হলেও কমবে বৃষ্টি৷ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে৷ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ নিম্নচাপের প্রভাবে ওড়িশার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে৷

আরও পড়ুন- পুজোর আগেই বড় উপহার, দক্ষিণেশ্বর থেকে নিউ গরিয়া ছুটবে মেট্রো

আরও পড়ুন- মিডিয়ার দয়া প্রয়োজন হয় না বিজেপির! সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিদ্রোহ দিলীপ ঘোষের

এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আগামী ৪ আগস্ট বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে৷ এর ফলে আগামী ৪ এবং ৫ এই দু’দিন দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ সর্তকতা হিসাবে আমরা বলছি, দক্ষিণবঙ্গে ৪ তারিখ থেকে অতি ভারী সম্ভাবনা থাকছে নদীয়া, বীরভূম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায়৷  ৫ তারিখেও বৃষ্টিপাত চলবে৷ ৫ তারিখ পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *