‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যের ঐতিহ্য রক্ষা করব’, অযোধ্যার ভূমিপুজোর দিন বার্তা মমতার

বৈচিত্রের মধ্যে ঐক্যকে শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাম মন্দিরের ভূমিপুজোর দিন টুইট করে এভাবেই সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের কথা প্রচার করলেন তিনি।

6f8593a0b05ed600b36b0cf17cd0bf33

 

কলকাতা: বৈচিত্রের মধ্যে ঐক্যকে শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাম মন্দিরের ভূমিপুজোর দিন টুইট করে এভাবেই সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের কথা প্রচার করলেন তিনি।

বুধবার বেলা ১২ টায় ছিল অযোধ্যায় ছিল রাম মন্দিরের ভূমিপুজো। অনুষ্ঠানের পৌরোহিত্য করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সকালেই নয়াদিল্লি থেকে অযোধ্যায় পৌঁছন। আর এই সময়ই টুইট করে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা টুইটে লিখেছেন, “হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো।”