কলকাতা: করোনা আবহের শুরুর দিকে মেডিক্যাল কলেজের চিকিৎসক, নার্স থেকে ইন্টার্ন ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা ছড়িয়ে পড়েছিল ব্যাপক হারে৷ বর্তমানে সেই পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে চলে আসে৷ মেডিক্যাল কলেজে করোনা নিয়ে আতঙ্কের পরিবেশ কিছুটা কমেছে৷ এরমধ্যে কলকাতা মেডিক্যাল কলেজের সহকারির সুপারের ফের করোনা আক্রান্তের খবরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে৷
করোনা থেকে সুস্থ হয়ে ওই সহকারি সুপার সবে কাজ যোগ দিয়েছিলেন৷ কাজ যোগ দেওয়ার সাতদিনের মধ্যে ফের করোনা রিপোর্ট পজিটিভ আসায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দফতরে৷ সাধারণ কেউ করোনা থেকে সুস্থ হয়ে উঠলে তাঁর শরীরে করোনার অ্যান্টিবডি থাকে৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, ৭৮ দিন এই অ্যান্টিবডি থাকে। তারপর অ্যান্টিবডির সঙ্গে কমতে থাকে। গবেষকরা জানিয়েছেন, প্রতিরোধ ক্ষমতা কম থাকলেও কমপক্ষে ৬০ দিন করোনার অ্যান্টিবডি থাকে। তবে কি করে এক মাসের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার দুবার করোনা আক্রান্ত হলেন, সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা মহল।
জানা গিয়েছে, রিপন স্ট্রিটের বাসিন্দা ওই সহকারি সুপার ও আরও এক সুপার কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সাত দিন শরীরে কোনও উপসর্গ দেখা না দেওয়ার তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁরা বাড়িতে আইসোলেশনে ছিলেন। ফের করোনা পরীক্ষা করায় রিপোর্ট নেগেটিভ আসে। তখন তিনি কাজে যোগ দেন। কাজে যোগ দেওয়ার সাত দিনের মধ্যে সহকারী সুপারের শরীর খারাপ হতে থাকে। ডাইরিয়া ও কাশি শুরু হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ফের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আরও এক সুপার করোনায় আক্রান্ত হয়েছেন।