দলের অন্দরে শাড়ি বিক্রি অগ্নিমিত্রার! বিতর্কে সভানেত্রীর পদ্মমার্কা শাড়ি ফতোয়া!

দলের অন্দরে শাড়ি বিক্রি অগ্নিমিত্রার! বিতর্কে সভানেত্রীর পদ্মমার্কা শাড়ি ফতোয়া!

3b9dbc106777086ed35038d625e76fa4

কলকাতা: ফের বিতর্কে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল৷ এবার দলের মহিলা কর্মীদের পদ্ম ফুল আঁকানো শাড়ি বিক্রির অভিযোগ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে৷ রাজনীতির নাম করে কেন দলীয় কর্মীদের মধ্যে শাড়ি বিক্রি করছেন অগ্নিমিত্রা? মহিলা মোর্চার সভানেত্রীর হোয়াটসঅ্যাপ বার্তা ঘিরে তোলপাড় বঙ্গ বিজেপির অন্দর৷

দলের নাম করে কেন অগ্নিমিত্রা শাড়ি বিক্রি করছেন? রাজ্য অফিসে আসার সময় কেন মহিলা কর্মীদের শাড়ি কিনতে জোড়াজুড়ি করছেন সভানেত্রী? তবে, বিকল্প দিয়ে সভানেত্রী জানিয়েছেন, যাঁদের ভালো লাগবে তাঁরা পদ্মফুল মার্কা শাড়ি কিনতে পারেন৷ চাইলে নাও কিনতে পারেন৷ রাজ্য সদর দফতরে এলেই শাড়ি কেনা যাবে বলেও দলের কর্মীদের বার্তা দিয়েছেন তিনি৷ পদ্ম ফুল দেওয়া শাড়ি কিনতে যারা যারা আগ্রহী, তাদের থেকে কে টাকা সংগ্রহ করবে, কীভাবে সেই শাড়ি পাওয়া যাবে, তার বার্তাও মহিলা মোর্চার হোয়াটসঅ্যাপে বিস্তারিত জানিয়েছেন তিনি৷

রাজনীতির আড়ালে সভানেত্রী কি এবার শাড়ির ব্যবসা খুলে বসলেন? কেন কর্মীদের থেকে শাড়ি কেনার নামে টাকা চাওয়া হচ্ছে? এতে দলের কর্মীদের মধ্যে প্রভাব পড়তে পারে, এই আশঙ্কার কথা জানিয়ে ইতিমধ্যেই দিল্লির কর্তাদের কাছে সভানেত্রীর বিরুদ্ধে নালিশ ঠুকেছে বঙ্গ বিজেপি বেশ কয়েকজন নেতা৷ প্রাথমিক ভাবে সভানেত্রী সতর্ক করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর৷

বিজেপি মহিলা মোর্চা সভানেত্রীকে হোয়াটসঅ্যাপ গ্ৰুপে বলেন শোনা গিয়েছে, তাঁর তৈরি শাড়ি কিনতে হবে৷ উওরবঙ্গের জন্য দাম ৩৫০টাকা৷ আর কলকাতা ও পার্শ্ববর্তী জেলার জন্য দাম সেই শাড়ি পাওয়া যাবে মাত্র ২৮০ টাকায়৷ এই নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ দলের মধ্য এইভাবে কেন তিনি ব্যবসা করছেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে৷

পদ্মফুল আঁকা শাড়ি রাজ্য অফিস থেকে পাওয়া যাবে বলে সভানেত্রী অডিও বার্তা দিলেও রাজ্য নেতৃত্ব সেই এব্যাপারে কিছুই জানেন না বলে খবর৷ প্রশ্ন উঠেছে, কার অনুমতি নিয়ে দলীয় কর্মীদের শাড়ির ব্যবসা করছেন ফ্যাশন ডিজাইনার হিসাবে ভারতজুড়ে নাম করা মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল? যদিও তাঁর ডিজাইন করা পোশাক পরেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বহু তারকারা৷ তবে, এই বিতর্ক প্রসঙ্গে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *