কলকাতা: ফের অমানবিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা৷ দুর্ঘটনায় আহত ছেলেকে হন্যে হয়ে ঘুরল অসহায় বাবা৷ মেলেনি অ্যাম্বুল্যান্স। বাধ্য হয়ে শহরের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল, কখনও থানায় আহত ছেলেকে নিয়ে কলকাতায় রাস্তায় ঘুরতে দেখা গেল বাবাকে৷ লকডাউনের শহরের একাধিক মোড়ে পুলিশ দাঁড়িয়ে থাকলেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কেউ৷ পুলিশের অ্যাম্বুল্যান্স থাকলেও আহত ছেলেটির সাহায্যে দেওয়া হয়নি বলে অভিযোগ। ভ্যানে স্যালাইন নিয়ে দীর্ঘক্ষণ পরে রইল নাবালক৷
আরও পড়ুন- করোনা চিকিৎসার নামে রোগীর থেকে অর্থ লুট? নয়া অ্যাডভাইসরি রাজ্যের
জানা গিয়েছে, শুক্রবার রাতে রাম মন্দিরের কাছে দুর্ঘটনায় আহত হয় বছর ১৪-র নাবালক৷ রাতে নিয়ে যাওয়া হয় এনআরএসে৷ তখন থেকেই শুরু হয় ভোগান্তি৷ এনআরএস থেকে বলা হয়, অবস্থা ভালো নয়৷ আরজিকরে স্থানান্তরিত করা হয়৷ সেই সময় কোনও অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি৷ বাধ্য হয়ে পরণাপন্ন ছেলেকে নিয়ে ভ্যানে করে ছেলেকে আরজিকর হাসপাতালে নিয়ে যান অসহায় পিতা৷ পুলিশ কেস বলে আরজিকর হাসপাতলে সঙ্কটজনক ছেলেকে ভর্তি নিতে অস্বীকার করা হয় বলে অভিযোগ৷ কিন্তু নথিতে পুলিশের স্বাক্ষর নেই৷ বাধ্য হয়ে আবার জোড়াসাঁকো থানাতে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে নথিতে পুলিশের স্বাক্ষর পাওযার পর ভর্তি করা হয়৷
আরও পড়ুন- জেলার বাজারে আলুর দামে আগুন, কলতাকায় ২৫ টাকা দরে বিক্রির নির্দেশ
তবে ঘটনায় একবারও অ্যাম্বুল্যান্স পায়নি নাবালক৷ লকডাউনের শহরে মোড়ে মোড়ে পুলিশের ভ্যান দাঁড়িয়ে রয়েছে৷ পুলিশের তরফ থেকেও কোনও সাহায্য করা হয়নি বলেই অভিযোগ পরিবারের৷