মরণাপন্ন ছেলেকে ভ্যানে চাপিয়ে হাসপাতাল-থানা ঘুরলেন অসহায় বাবা

ফের অমানবিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা। দুর্ঘটনায় আহত ছেলেকে হন্যে হয়ে ঘুরল অসহায় বাবা। মেলেনি অ্যাম্বুল্যান্স। বাধ্য হয়ে শহরের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল, কখনও থানায় আহত ছেলেকে নিয়ে কলকাতায় রাস্তায় ঘুরতে দেখা গেল বাবাকে। ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকেই অনেকেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। লকডাউনের শহরের একাধিক মোড়ে পুলিশ দাঁড়িয়ে থাকলেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। পুলিশের অ্যাম্বুল্যান্স থাকলেও আহত ছেলেটির সাহায্যে দেওয়া হল। ভ্যানেই স্যালাইন নিয়ে দীর্ঘক্ষণ পরে রইল শিশুটি। 

 

কলকাতা:  ফের অমানবিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা৷ দুর্ঘটনায় আহত ছেলেকে হন্যে হয়ে ঘুরল অসহায় বাবা৷ মেলেনি অ্যাম্বুল্যান্স। বাধ্য হয়ে শহরের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল, কখনও থানায় আহত ছেলেকে নিয়ে কলকাতায় রাস্তায় ঘুরতে দেখা গেল বাবাকে৷ লকডাউনের শহরের একাধিক মোড়ে পুলিশ দাঁড়িয়ে থাকলেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কেউ৷ পুলিশের অ্যাম্বুল্যান্স থাকলেও আহত ছেলেটির সাহায্যে দেওয়া হয়নি বলে অভিযোগ। ভ্যানে স্যালাইন নিয়ে দীর্ঘক্ষণ পরে রইল নাবালক৷

আরও পড়ুন- করোনা চিকিৎসার নামে রোগীর থেকে অর্থ লুট? নয়া অ্যাডভাইসরি রাজ্যের

 

জানা গিয়েছে, শুক্রবার রাতে রাম মন্দিরের কাছে দুর্ঘটনায় আহত হয় বছর ১৪-র নাবালক৷ রাতে নিয়ে যাওয়া হয় এনআরএসে৷ তখন থেকেই শুরু হয় ভোগান্তি৷ এনআরএস থেকে বলা হয়, অবস্থা ভালো নয়৷ আরজিকরে স্থানান্তরিত করা হয়৷ সেই সময় কোনও অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি৷ বাধ্য হয়ে পরণাপন্ন ছেলেকে নিয়ে ভ্যানে করে ছেলেকে আরজিকর হাসপাতালে নিয়ে যান অসহায় পিতা৷ পুলিশ কেস বলে আরজিকর হাসপাতলে সঙ্কটজনক ছেলেকে ভর্তি নিতে অস্বীকার করা হয় বলে অভিযোগ৷ কিন্তু নথিতে পুলিশের স্বাক্ষর নেই৷ বাধ্য হয়ে আবার জোড়াসাঁকো থানাতে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে নথিতে পুলিশের স্বাক্ষর পাওযার পর ভর্তি করা হয়৷

আরও পড়ুন- জেলার বাজারে আলুর দামে আগুন, কলতাকায় ২৫ টাকা দরে বিক্রির নির্দেশ

 

তবে ঘটনায় একবারও অ্যাম্বুল্যান্স পায়নি নাবালক৷ লকডাউনের শহরে মোড়ে মোড়ে পুলিশের ভ্যান দাঁড়িয়ে রয়েছে৷ পুলিশের তরফ থেকেও কোনও সাহায্য করা হয়নি বলেই অভিযোগ পরিবারের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =