SSC-র দফতরে করোনা হানা, কোয়ারেন্টাইনে একাধিক কর্মী

SSC-র দফতরে করোনা হানা, কোয়ারেন্টাইনে একাধিক কর্মী

 কলকাতা: একের পর এক অনিয়ম, মামলার গেরোয় থমকে গিয়েছে উচ্চ প্রাথমিকে নিয়োগ৷ এবার, সেই নিয়োগ পর্বে এবার আরও বিপত্তি বাঁধাল করোনা সংক্রমণ৷ এবার করোনা থাবায় স্কুল সার্ভিস কমিশনের সদর দফতরে৷ আত তার জেরে কোয়ারেন্টাইনে একাধিক কর্মী৷

কমিশন সূত্রে খবর, দফতরের দু’জন নিরাপত্তারক্ষী ও একজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন৷ ওই ২ নিরাপত্তারক্ষী বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্মী বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, গত জুলাই মাসের শেষে কমিশনের আরও এক কর্মী করোনা আক্রান্ত হন৷ এবার এসএসসির অফিসের নিরাপত্তারক্ষী ও কর্মী আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ৷ সংক্রমণ রুখতে দফতরের একাধিক কর্মী ও আধিকারিক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে খবর৷

করোনা সংক্রমণের জেরে স্কুল সার্ভিস কমিশনের অফিসে স্যানিটাইজ করা হয়৷ সোমবার থেকে কমিশনের অফিস খোলার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর হবে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা৷ অন্যদিকে খবরে প্রকাশ, শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক করোনায় সংক্রমিত হয়েছেন৷ আগামী মঙ্গলবার পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের সদর দফতের চতুর্থ তল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পর্ষদের বেশ কয়েকজন কর্মী ও আধিকারিককে হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =