কলকাতা: বার বার করোনা রোগীর পরিবারের তরফে অভিযোগে আসছিল, একবার আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়ে গেলে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না৷ শুধু তাই নয়, আক্রান্ত কেমন আছেন, তাঁর শারীরিক অবস্থা কেমন, সেই নিয়ে কোনও তথ্য জানা যাচ্ছিল না৷ এবার করোনা আক্রান্ত রোগীদের পরিবারের সেই অভিযোগ দূর করতে নয়া উদ্যোগ নিল রাজ্য৷ এবার এক ক্লিকে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সম্পর্কে নিয়মিত খবর পাবেন পরিবারের সদস্যরা৷ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিপিএমএস পরিষেবা দেওয়া হবে৷
আরও পড়ুন- চাকরি দিতে হবে তৃণমূল কর্মীদের! স্বাস্থ্য দফতরে নিয়োগ কেলেঙ্কারি পর্দাফাঁস বিজেপির
জানা গিয়েছে, নয়া পরিষেবার মাধ্যমে করোনা আক্রান্ত রোগীর পালসরেট, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন সহ অন্যান্য বিষয় জানা যাবে। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, এই পরিষেবা বর্তমানে সরকারি আধিকারিকদের একটি অংশের মধ্যে চালু রয়েছে৷ এই পরিষেবা পেতে গেলে একটা পাসওয়ার্ড দিতে হয়৷ তবে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই এই পরিষেবা জনসাধারণের মধ্যে খুলে দেওয়া হবে৷
মুখ্যসচিব জানিয়েছেন, এই পরিষেবার মাধ্যমে আমরা বেসরকারি হাসপাতালের ভর্তি প্রায় চার হাজার কোভিড রোগী সম্পর্কে জানতে পেরেছি৷ এক ক্লিকেই কোন রোগীর অক্সিজেন স্যাচুরেশন, পালস রেট বা রক্তচাপ সম্পর্কে জানতে পেরেছি। তিনি মন্তব্য করেছেন, এই পরিষেবার জন্য ৯৬ জন চিকিৎসক দিন রাত পরিশ্রম করছেন। এছাড়াও তাঁরা অনেক করোনা আক্রান্ত রোগীকে টেলি-মেডিসিন পরিষেবা দিয়েও সাহায্য করছেন বলে তিনি জানিয়েছেন৷