করোনার গুজবে মহিলার সঙ্গে দুর্ব্যবহার, ফেসবুকে লাইভ করে চাইলেন সাহায্য

কলকাতা: বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর যত করোনা পরিস্থিতি যত খারাপ হচ্ছে তত করোনা আক্রান্তদের সঙ্গে অমানবিক ঘটনার কথা সামনে আসছে পাল্লা দিয়ে। প্রায়ই করোনা আক্রান্তদের কাছ থেকে অভিযোগ আসছে করোনা পজিটিভ হওয়ার কারণে পাড়ার লোকেদের বাঁকা মন্তব্যের শিকার হতে হচ্ছে তাঁদের। কখনও আবার করোনা সন্দেহ অনেক মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে প্রতিবেশীরা। এমন একটি ঘটনা ঘটেছে শিলংয়ে।

 

কলকাতা: বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর যত করোনা পরিস্থিতি যত খারাপ হচ্ছে তত করোনা আক্রান্তদের সঙ্গে অমানবিক ঘটনার কথা সামনে আসছে পাল্লা দিয়ে। প্রায়ই করোনা আক্রান্তদের কাছ থেকে অভিযোগ আসছে করোনা পজিটিভ হওয়ার কারণে পাড়ার লোকেদের বাঁকা মন্তব্যের শিকার হতে হচ্ছে তাঁদের। কখনও আবার করোনা সন্দেহ অনেক মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে প্রতিবেশীরা। এমন একটি ঘটনা ঘটেছে শিলংয়ে।

সম্প্রতি শিলংয়ের পিউ মিত্র নামে এক মহিলা একটি লাইভ শেয়ার করেন ফেসবুকে। সেখানে তিনি তাঁর পরিস্থিতি কথা জানান। পরপর দুটি ফেসবুক লাইভ করেন তিনি। প্রথম দিনের লাইভে তিনি জানিয়েছিলেন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন। তাঁর অসুস্থতার কারণ করোনা নয়, ওভারিয়ান সিস্ট। কিন্তু তিনি বাড়ি ফেরার পর পাড়ার লোকেরা তাঁকে দূরে সরিয়ে দিচ্ছে। তাঁকে বারবার বলা হচ্ছে দিনে করোনা পজিটিভ। প্রতিবেশিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যাতে কেউ তাংর সঙ্গে সঙ্গে মেলামেশা না করেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পিউ তাঁর সমস্ত ডাক্তারি রিপোর্ট দেখান। সেই লাইভে বারবার তিনি সবাইকে বলেন না জেনে যেন কেউ কোনও মন্তব্য না করেন। সমস্ত রিপোর্ট তিনি এই কারণে দেখাচ্ছেন যাতে সবার কাছে যাতে সত্যিটা প্রকাশিত হয়। যাঁরা বলছেন তিনি করোনা পজিটিভ তাঁরা যেন জানতে পারেন তিনি আসলে করোনার কারণে কলকাতার কোনও নার্সিংহোমে ভর্তি হননি। তাঁর অসুস্থতার অন্য।

কিন্তু প্রথম দিনের লাইভের পরও কোনও লাভ হয়নি বলে জানান ওই মহিলা। তাই তারপর তিনি ফের লাইভে আসেন তিনি। এবং এদিন রীতিমতো কান্নাকাটি করতে থাকেন। বলেন তাঁর সঙ্গে অন্যায্য ব্যবহার করছেন পাড়া প্রতিবেশীরা। তাঁর বাড়িতে যিনি কাজ করতে আসেন সেই লোকটিকে কাজ করতে আসতে দেওয়া হচ্ছে। এমনকী তিনি যে দোকান থেকে জিনিসপত্র কেনেন সেই মুদির দোকানদারকেও বারন করে দেওয়া হয়েছে যেন ওই মহিলার বাড়িতে কোনও জিনিস না পাঠানো হয়। কারণ ওই মহিলা নাকি করোনা পজিটিভ। পিউ মিত্রের বক্তব্য তিনি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ। কোন কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়। কিন্তু দ্বিতীয় দিনের ভিডিওর পরও আখেরে লাভের লাভ কিছুই হয়নি বলে জানান মহিলা। তিনি জানিয়েছেন, এই সব ঘটনা থানায় জানিয়েও কোনও লাভ হয়নি। তাই সবার কাছে করজোড়ে তিনি প্রার্থনা করেছেন কেউ যেন তাঁর বিরুদ্ধে মিথ্যা গুজব না ছড়ান। তবে তাঁর লাইভের মধ্যে অনেকে তাঁর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন।

যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =