কলকাতা: বাংলার সংশোধনাগার উপযুক্ত না হলে পুরুলিয়া অস্ত্র বর্ষণ মামলায় মূল অভিযুক্ত কিম ডেভিকে প্রত্যর্পণ করা যাবে না বলে এবার সাফ জানিয়ে দিল ডেনমার্ক কর্তৃপক্ষ৷ পুরুলিয়া অস্ত্র বর্ষণ মামলার ২৫ বছর পরে মূল অভিযুক্তকে ভারতে প্রত্যর্পণে রাজি হলেও নয়া শর্ত চাপাল ডেনমার্ক৷ আত তাতেই নতুন করে তৈরি হল অস্ত্র বর্ষণ মামলা৷
ডেনমার্ক জানিয়েছে, অভিযুক্ত ভারতের হাতে তুলে দেওয়া হবে৷ তবে, সংশোধনাগার উপযুক্ত কি না, তা আগে নিশ্চিত করতে হবে৷ ফলে, এ রাজ্যের সংশোধনাগারের হাল-হকিকত সরেজমিনে দেখে যেতে চাইছে ডেনমার্ক সরকারের প্রতিনিধি দল৷ একই সঙ্গে অভিযুক্ত কিমের বিরুদ্ধে সিবিআই মামলার ‘স্ট্যাটাস’ও দেখতে চাইছেন সেদেশের সরকারি প্রতিনিধিরা৷ কেননা, অভিযুক্তকে ভারতে হাতে তুলে দিতে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে কোপেনহেগেন প্রশাসনিক কর্তারা৷ কিন্তু করোনা আবহে ডেনমার্কের প্রতিনিধিদের ভারতে আসা আদৌ ঠিক হবে কি না, তা নিয়ে দুই সরকারের মধ্যে চলছে আলোচনা৷ তবে, ডেনমার্ক প্রশাসন জানিয়েছে, অভিযুক্তকে ভারতের হাতে তুলে দেওয়ার আগে মামলার অবস্থান ও সংশোধনাগারের হাল-হকিকত সরেজমিনে দেখতে চান৷ তারপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত৷
১৭ ডিসেম্বর, ১৯৯৫৷ অ্যাটনভ-৩২ বিমান থেকে ১০০’র বেশি একে-৪৭, রকেট লঞ্চার, পিস্তল ও গুলি ফেলা হয়েছিল৷ ওই বিমানের পাঁচজন ক্রু লাটাভিয়ার নাগরিক ও পিটার ব্লিচ নামে এক ব্রিটিশ নাগরিক ধরা পড়েছিলেন সেই সময়৷ মূল অভিযুক্ত কিম ডেভি পালিয়ে যান৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে মামলার তদন্তভার দেয় সিবিআই৷ তখন থেকে অভিযুক্তকে হাতে পেতে মরিয়া সিবিআই৷ কিন্তু, এখনও জানা যায়নি, কেন ওই অস্ত্র সেদিন আকাশ পথ থেকে ফেলা হয়েছিল? যেহেতু অস্ত্রবর্ষণ মামলা এই রাজ্যে রয়েছে, তাই বিষয়টি জানানো হয়েছে নবান্নকে! এখানকার সংশোধনাগার সংক্রান্ত সমস্ত নথি প্রস্তুত রাখতে বলা হয়েছে বলে সূত্রের খবর৷